অভাবনীয় : ১০ উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে বাদ আজাজ

অন্য এক দিগন্ত | Dec 23, 2021 07:17 am
১০ উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে বাদ আজাজ

১০ উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে বাদ আজাজ - ছবি : সংগৃহীত

 

অভাবনীয় বললেও কম বলা হয়। টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া বোলার কিনা বাদ পড়লেন পরের টেস্টেই! ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল বেছে নিতে বসে এমনই কঠোর সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের নির্বাচকরা। ১৩ জনের স্কোয়াডে জায়গা হল না ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে জিম লেকার ও অনিল কুম্বলের সাথে এক সারিতে বসে পড়া আজাজ প্যাটেলের।

মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট ছাড়াও দ্বিতীয় ইনিংসে আরো ৪টি উইকেট নেন আজাজ। যদিও ঘরের মাঠে টেস্ট সিরিজের পিচ ও পরিবেশ-পরিস্থিতি স্পিনারদের জন্য অনুকূল নয় বলেই স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখার প্রয়োজন বোধ করেনি নিউজিল্যান্ড। স্পিনার অল-রাউন্ডার হিসেবে কেবল রাচিন রবীন্দ্র জায়গা ধরে রেখেছেন নিজের।

কিউয়ি বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ১৩ জনের স্কোয়াডে কোনো বিশেযজ্ঞ স্পিনারের জায়গা হয়নি। তাই ভারতের বিরুদ্ধে নায়কোচিত পারফর্ম্যান্সের পরও সুযোগ পাননি বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।

চোটের জন্য কেন উইলিয়ামসন মাঠে নামতে পারবেন না। সেই ফাঁকে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে কোনো টেস্ট সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দেবেন টম লাথাম। এর আগে লাথামকে সিরিজের মাঝে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে মাঠে নামতে দেখা গেছে। ভারত সফর এড়িয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট।

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড : টম লাথাম (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রস টেলর, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

অভিনব উপহার, আজাজের হাতে ম্যাচের স্কোরশিট তুলে দিলো এমসিএ, মিউজিয়ামের জন্য কি রেখে গেলেন কিউয়ি তারকা?
এক ইনিংসে ১০ উইকেট-সহ টেস্টে মোট ১৪টি উইকেট নিয়েও ম্যাচের সেরার পুরস্কার জোটেনি। যদিও তাতে এমন অবিস্মরণীয় ম্যাচের স্মারকের অভাব হবে না আজাজ প্যাটেলের। কেননা টিম ইন্ডিয়া তাকে ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি টেস্ট জার্সি উপহার দিয়েছে ম্যাচের শেষে। এছাড়াও মুম্বই ক্রিকেট সংস্থা সংবর্ধনায় তার যাতে যে জিনিসটি তুলে দেয়, তা নিঃসন্দেহে অভিনব বটে।

আসলে মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ম্যাচের অফিসিয়াল স্কোরশিটটিকেই ফ্রেমবন্দি করে তুলে দেয়া হয় আজাজের হাতে। কিউয়ি তারকাও মুম্বই ক্রিকেট সংস্থার সংগ্রহশালার জন্য দু'টি স্মারক রেখে গেলেন। এমসিএর নিউজিয়ামের জন্য আজাজ তুলে দেন নিজের সই করা একটি টেস্ট জার্সি এবং একটি সই করা বল।

উল্লেখ্য, ম্যাচের শেষে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন আজাজ। সেখানে অশ্বিন আজাজ প্যাটেলের হাতে তুলে দেন ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি টিম ইন্ডিয়ার টেস্ট জার্সি। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লুত আজাজ। যে ১০ জনকে ব্যাটসম্যানকে তিনি ম্যাচে আউট করেন, তাঁদেরই সই করা জার্সি নিঃসন্দেহে আজাজেজ সংগ্রহশালায় চিরকালীন ঠাঁই পাবে। ভারতীয় দল এভাবেই কুর্নিশ জানায় আজাজের কৃতিত্বকে।

আজাজ প্যাটেল ১০ উইকেট নেওয়ার দিনেও ভারতীয় ক্রিকেটাররা উঠে দাঁড়িয়ে করতালিতে তাঁকে কুর্নিশ জানান। এমনকি সাজঘরে গিয়ে ক্যাপ্টেন কোহলি ও কোচ রাহুল দ্রাবিড় পিঠ চাপড়ে দিয়ে আসেন আজাজের।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us