আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ : শীর্ষে অস্ট্রেলিয়া, ধাক্কা খেল ভারত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ : শীর্ষে অস্ট্রেলিয়া, ধাক্কা খেল ভারত - ছবি : সংগৃহীত
পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। সোমবার, অ্যাডিলেডের ওভালে অনুষ্ঠিত এই দিন-রাত্রির টেস্ট ম্যাচের পঞ্চম ও শেষ দিনে, ইংল্যান্ড ৪৬৮ রানের লক্ষ্যের জবাবে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায়। দুটি টেস্ট ম্যাচে টানা দুটি জয় পেয়ে অস্ট্রেলিয়া এখন শ্রীলঙ্কার সাথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।শ্রীলঙ্কা বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে এখন অস্ট্রেলিয়াও তাদের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছে কারণ তাদের পয়েন্টের শতাংশ শ্রীলঙ্কার সমান।
নিচ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিল ২০২১-২৩ এ, তারা এখন পর্যন্ত ছয়টি ম্যাচে মাত্র একটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে। এই সময় কালে এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচে ভারত একটি হেরেছে এবং দুটি জিতেছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত তাদের দুটি ম্যাচই জিতেছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০০ শতাংশ করে। এর পরেই রয়েছে পাকিস্তান, তাদের ৭৫ শতাংশ। এ ক্ষেত্রে তিন নম্বরে রয়েছে ভারত। ভারতের জয়ের শতাংশ ৫৮.৩৩। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পয়েন্ট ২৪-২৪। সেখানে পাকিস্তানের পয়েন্ট ৩৬ এবং ভারতের পয়েন্ট ৪২। কিন্তু তাদের শতাংশের হার কম।
পয়েন্টের শতাংশের ভিত্তিতে দলের র্যাঙ্কিং নির্ধারণ করা হবে। জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই ম্যাচে ছয় পয়েন্ট, ড্র ম্যাচে চার পয়েন্ট এবং হারের জন্য কোন পয়েন্ট থাকবে না। জয়ের জন্য ১০০ শতাংশ অফ পয়েন্ট, টাইয়ের জন্য ৫০ শতাংশ অফ পয়েন্ট, ড্রয়ের জন্য ৩৩.৩৩ শতাংশ অফ পয়েন্ট এবং হারলে ০ শতাংশ অফ পয়েন্ট পাওয়া যাবে৷
সূত্র : হিন্দুস্তান টাইমস
৪ মাস ধরে কোহলি-বিদায়ের নীল-নক্সা করা হয়!
যদিও মনে হচ্ছে, কিন্তু আসলে হঠাৎ করে নেয়া সিদ্ধান্ত নেয়। বরং বিরাট কোহলিকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড চার মাস ধরে ব্লু প্রিন্ট তৈরি করেছিল। কয়েক দিন আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বিরাট কোহলিকে। টি২০-এর পাশাপাশি একদিনের ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা চলছে। কোহলি এখন কেবল টেস্ট দলের অধিনায়ক। আরেকটি খবর হলো, কোহলির সাথে রোহিত শর্মার ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়। দলে দুজন দুই মেরুতে থাকেন বলে অনেকেই বলছে।
কোহলিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোহলিকে টি২০-র নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু তিনি তার পরামর্শ শোনেননি। বিরাট কোহলি কিন্তু সৌরভের বক্তব্য সরাসরি খণ্ডন করে জানান, তাকে মোটেই টি২০ নেতৃত্বে থেকে যাওয়ার জন্য কেউ অনুরোধ করেননি। বরং তার পদত্যাগপত্র সাদরে গ্রহণ করা হয়েছিল।
কোহলির বিস্ফোরক প্রতিক্রিয়ার পাল্টা অবশ্য যুক্তি দেয়নি বোর্ড। প্রেস কনফারেন্স তো বটেই প্রেস রিলিজও বের করেনি বোর্ড। তবে টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের পক্ষ থেকে কোহলির সম্পর্কে কোনো বৈরী মনোভাব নেই। বরং কোহলির তরফে বোর্ডের সাথে সমস্যা থাকতে পারে। কারণ তিনি বেশির ভাগ সময় বোর্ডের সাথে যোগাযোগ রাখতে চাইতেন না। নির্বাচক কমিটিকেও প্রাপ্য মর্যাদা দিতেন না কোহলি। সেই প্রতিবেদনেই বলা হয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে একজন ক্যাপ্টেনকে ধরে চলার পক্ষপাতী বোর্ড। তাই গত চার মাস ধরে কোহলিকে অপসারণের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল।
বোর্ডের সূত্র টাইমস নাও-কে জানিয়েছেন, কোহলির ক্যাপ্টেন হিসেবে আইসিসি টুর্নামেন্টের ব্যর্থতায় তাকে সরিয়ে দেয়া মোটেই কঠিন ছিল না বোর্ডের কাছে। কোহলি নিজেই অবশ্য এই দাবি মেনে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে তিনি বলে দেন, 'ওয়ানডে নেতৃত্ব থেকে কেন আমাকে সরানো হল, তার কারণ আমার কাছে পরিষ্কার। কারণ আমরা একটাও আইসিসি ট্রফি জিতিনি। এই সিদ্ধান্ত ভুল হোক না ঠিক, এই কারণ নিয়ে জল্পনার কোনো অবকাশই নেই। এই সিদ্ধান্ত পুরোপুরি যুক্তিযুক্ত।'
বোর্ডের সূত্র টাইমস নাও-কে আরো বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড আপাতত কোহলির ওপর ভয়ঙ্কর ক্ষুব্ধ। এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়া হবে, তা নিয়ে বোর্ডের অন্দরে আলোচনা চলছে। বোর্ডের হাতে আপাতত দুটি অপশন রয়েছে। এক, এই বিষয়ে বোর্ড সরকারি বিবৃতি দিতে পারে। দুই, কোহলিকে পুরোপুরি অবজ্ঞা করা এবং দক্ষিণ আফ্রিকা সফরের পরে বিরাটকে শো-কজ নোটিশ ধরিয়ে দেয়া। বোর্ড কোন পথে হাঁটে, সেটাই আপাতত দেখার।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস