১০০ কোটিতে নারিন!
১০০ কোটিতে নারিন! - ছবি : সংগ্রহ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে ইতিহাস গড়ে ফেললেন কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন। আইপিএলে সমস্ত সংস্করণে খেলে নারিনের বেতন আপাতত পেরিয়ে গেছে ১০০ কোটি। ১০০ কোটির ক্লাবে নাম লেখানোর সাথেই দ্বিতীয় দামি বিদেশি হিসাবে ইতিহাসে পৌঁছে গেলেন ক্যারিবিয়ান তারকা।
আইপিএলের মেগা নিলামের আগে সুনীল নারিনের সাথে কেকেআর রিটেন করেছে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীকে। ৬ কোটি টাকায় কেকেআরে রয়ে গিয়েছেন তারকা।
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, নারিন বিগত দশ আইপিএল সংস্করণ থেকে উপার্জন করেছেন ৯৫.২ কোটি টাকা। আর কেকেআর ৬ কোটিতে রিটেন করার পরেই নারিনের আইপিএল থেকে প্রাপ্ত আয় ছাপিয়ে গিয়েছে ১০০ কোটি।
কিছুদিন আগেই সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এবি ডিভিলিয়ার্স। তিনিই আইপিএলের প্ৰথম দামি বিদেশী। তারপরেই এবার নাম লেখালেন কেকেআরের সুনীল নারিন।
২০২১ সাল পর্যন্ত আইপিএল থেকে সেরা পাঁচ উপার্জনকারী :
এমএস ধোনি (সিএসকে)- ১৫২.৮ কোটি
রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)- ১৪৬.৬ কোটি
বিরাট কোহলি (আরসিবি)-১৪৩.২ কোটি
সুরেশ রায়না (সিএসকে)- ১১০.৭ কোটি
এবি ডিভিলিয়ার্স (আরসিবি)- ১০২.৫ কোটি
*সুনীল নারিন (কেকেআর)- ১০১.২ কোটি
আইপিএলে কেকেআরের ঘরের ছেলে হয়ে উঠেছেন নারিন। আইপিএলে কেকেআর দলে নারিন অপরিহার্য তারকা ক্রিকেটার। ২০১২ সাল থেকে ক্যারিবিয়ান তারকা স্পিনার টানা খেলে চলেছেন নাইটদের জার্সিতে। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শুধু কেকেআরেই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নারিন খেলেন কেকেআরের সহযোগী ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে। সিপিএল চারবার খেতাব জিতেছে নারিনের ত্রিনবাগো নাইট রাইডার্স।
১০ মরশুম কেকেআর জার্সিতে খেলে নারিনের সংগ্রহে ৯৫০ রান এবং ১৪৩ উইকেট। ৩৩ বছরের সুপারস্টার নতুন মরশুমে ফের একবার নিজেকে চেনাতে উদ্যোগী হবেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
কোহলি বড্ড ঝগড়াটে : গাঙ্গুলি
বিরাট কোহলির ‘অ্যাটিটিউড’ ভালো লাগে সৌরভ গাঙ্গুলির। কিন্তু ভারতের টেস্ট অধিনায়ক বড্ড ঝগড়া করেন বলে মনে করেন ভারতীয় বোর্ডের প্রধান।
ক্রিকট্র্যাকার নামক একটি ওয়েবসাইট জানিয়েছে, গুরুগ্রামে একটি অনুষ্ঠানে সৌরভকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটারের ‘অ্যাটিটিউড’ সব চেয়ে ভালো? উত্তরে সৌরভ বলেন, "কোহলির ‘অ্যাটিটিউড’ আমার ভাল লাগে, তবে ও বড্ড ঝগড়া করে।’’
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে বোর্ড বনাম কোহলি বিতর্ক তুঙ্গে। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোহলি বলেছিলেন, এ ব্যাপারে বোর্ড কোনো আপত্তি জানায়নি। কিন্তু সৌরভ জানিয়েছিলেন তিনি নিজে কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বলেছিলেন।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সংবাদ সম্মেলন করেছিলেন কোহলি। এক দিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে তাকে সরানো নিয়ে কোহলি বলেছিলেন, ‘টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’ অথচ সৌরভ জানিয়েছিলেন, এ ব্যাপারে কোহলির সঙ্গে তার কথা হয়েছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা