কোহলির সাথে শাস্ত্রীর সম্পর্কে ফাটল, ফোন-কথাবার্তা সব বন্ধ?

অন্য এক দিগন্ত | Dec 18, 2021 02:06 pm
কোহলির সাথে শাস্ত্রীর সম্পর্কে ফাটল, ফোন-কথাবার্তা সব বন্ধ?

কোহলির সাথে শাস্ত্রীর সম্পর্কে ফাটল, ফোন-কথাবার্তা সব বন্ধ? - ছবি : সংগ্রহ

 

এই কিছু দিন আগেও ছিল তাদের মধ্যে গভীর সুসম্পর্ক। কিন্তু খবর পাওয়া গেছে, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি আর সদ্য সাবেক হওয়া চোক রবি শাস্ত্রীর সম্পর্কে চিড় ধরেছে। অথচ, দ্বিতীয় মেয়াদে শাস্ত্রীর কোচ হওয়ার পেছনে প্রকাশ্য সমর্থন ছিল কোহলির। দুজনের মিলে ভারতীয় ক্রিকেট দলের জন্য অনেক সাফল্য এনেছেন। দুজনই তাদের গত কয়েক বছরের সাফল্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন।

অথচ এখন কোহলির সাথে দূরত্ব বাড়ছে শাস্ত্রীর। বর্তমান নাকি দু’জনের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। ভারতীয় ক্রিকেটে এক সময়ের সব থেকে কাছের দুটি মানুষ এখন নাকি ভিন্ন মেরুতে অবস্থান করছেন। বিসিসিআই সূত্রে খবর, সাবেক ভারতীয় কোচের সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ফোনেও তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। সৌরভ-বিরাট বিতর্কের মাঝেই রীতিমতো চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে।

নিউজ ১৮ বাংলাকে বিসিসিআইয়ের সূত্র থেকে খবরটি কনফার্ম করা হয়েছে। এই সমস্যার সূত্রপাত নাকি প্রায় ছয় মাস আগে। ভারতীয় প্রথম একাদশ নির্বাচন নিয়ে নাকি বিরাটের সাথে শাস্ত্রীর মতপার্থক্য তৈরি হয়। সূত্রের দাবি, এমনকি রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো কিংবা বাদ দেয়া প্রসঙ্গে এই অভিন্নহৃদয় দুই ব্যক্তির মধ্যে নাকি কথা কাটাকাটি হয়। আসলে বিশেষজ্ঞ মহলের ধারণা ছিল, সৌরভবিরোধী মন্তব্য করার পিছনে হয়তো বিরাটকে প্রশ্রয় দিয়েছেন রবি শাস্ত্রীই। অতীতেও রবি শাস্ত্রীর সাথে সৌরভের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সপ্তাহ খানেক আগেও তিনি নাম না করে বোর্ড সভাপতির সমালোচনা করেছেন। তাই অনেকের ধারণা ছিল বিরাটকে সমর্থন করছেন রবি শাস্ত্রী। তবে এই খবর খুঁজতে গিয়ে উঠে এলো ভারতীয় ক্রিকেটের আরো একটি বিস্ফোরক তথ্য।

বিরাটের সমর্থনে রবি শাস্ত্রী নেই। উল্টা তাদের দু’জনের মধ্যে সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। বোর্ড সূত্রের আরো দাবি, বিরাট কেন সৌরভবিরোধী মন্তব্য করলেন রবি শাস্ত্রীও বুঝে উঠতে পারছেন না। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নাকি একটি ভিডিও কনফারেন্স আয়োজন হয়েছিল। সেখানে বিরাট, সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী ও বিসিসিআই কর্মকর্তা এবং নির্বাচকরা। সেখানেই নাকি বিরাটকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয় সাদা বলে ক্রিকেটে দু'রকম অধিনায়ক রাখা সম্ভব হবে না বোর্ডের।

কোহলিকে তারা একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে দিচ্ছেন। এই ঘটনার সাক্ষী ছিলেন রবি শাস্ত্রী। তাই বিরাট কোহলি যে তথ্য সামনে আনছেন তা একেবারেই ঠিক নয় বলে মনে করছেন প্রাক্তন কোচ। যদিও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য এখনো করেননি রবি শাস্ত্রী।

অন্যদিকে আরেকটি মহলের ধারণা বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না শাস্ত্রী। তাই নাকি বিরাটের পাশে দাঁড়াচ্ছে না। তবে এ কথা ঠিক সত্যিই ড্রেসিংরুমে বিরাটের কিছু কিছু বিষয় মেনে নিতে নাকি পারছিলেন রবি শাস্ত্রী। বেশ কিছু বিষয় নিয়ে মতপার্থক্য হতো।

সূত্র : নিউজ ১৮


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us