পাকিস্তানের সিরিজ জয়, অনন্য রেকর্ড রিজওয়ানের
পাকিস্তানের সিরিজ জয়, অনন্য রেকর্ড রিজওয়ানের - ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নয়া নজির গড়লেন পাকিস্তানের ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। টি-২০ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার রেকর্ড গড়ে ফেললেন তিনি।
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল সেমিফাইনালে পৌঁছেছিল। সেইক্ষেত্রে মতান্তরে সবচেয়ে বড় অবদান ছিল পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের। বাবর আজমের সাথে ওপেনিং জুটিতে তিনি দলকে প্রায় প্রতি ম্যাচেই শুরুটা ভালো করেন। করাচিতে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই নজির গড়তে সক্ষম হলেন রিজওয়ান।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে তারা ২০৭ রান করতে সমর্থ হয়। ব্রেন্ডন কিং ও শামার ব্রুকসের জুটি এদিন ক্যারিবিয়ানদের হয়ে ভালো শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ৬৬ রান। কিং ২১ বলে ৪৩ রান করে আউট হন, ব্রুকস ৩১ বলে ৪৯ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরান এদিন মারকুটে ফর্মে ছিলেন। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। ড্যারেন ব্র্যাভো ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৪৪ রান খরচ করে দুই উইকেট নেন। শাহনাওয়াজ দাহানির ভাগ্যে জোটে একটি উইকেট।
জয়ের জন্য ২০৮ রান তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ঝড়ের গতিতে রান করতে শুরু করেন। প্রথম উইকেট জুটিতে ওঠে ১৫৮ রান। বাবর আজম ৫৩ বলে ৭৯ রান করে আউট হন। ৪৫ বলে ৮৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। আর এই ইনিংসের মধ্যে দিয়েই প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এক ক্যালেন্ডার বর্ষে ২০০০ রান করার নজির গড়েন।
ফখর জামান (৮ বলে ১২ রান) এবং আসিফ আলির মারকুটে ২১ রানের (৭ বলে) সৌজন্যে সাত উইকেট হাতে রেখে, সাত বল বাকি থাকতেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান দল। রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেকস ও ওডিয়ান স্মিথ একটি করে উইকেট পেলেও প্রচুর রান দেন। এই জয়ের ফলে তিন ম্যাচই জিতে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল পাকিস্তান ক্রিকেট দল।
ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দি সিরিজ দুই পুরস্কারই জিতে নেন রিজওয়ান।
করোনার কোপে পিছিয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ
করোনাভাইরাসের জেরে স্থগিত হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচের সিরিজ। যা আগামী শনিবার শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তে নতুন বছরের জুনে সেই সিরিজ হবে।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে করাচিতে পৌঁছানোর পর থেকেই ক্যারিবিয়ানদের করোনা আতঙ্ক তাড়া করছে। করাচিতে আসার পর তিন খেলোয়াড় এবং এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই ধাক্কা সামলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়। কিন্তু তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন (বুধবার) ক্যারিবিয়ান শিবিরে আরো পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় ১৫। ভাঙাচোরা দল নিয়ে শেষ টি-টোয়েন্টিতে খেলতে নামলেও ওই স্কোয়াডের ভরসায় একদিনের সিরিজে খেলার বিষয়ে অনিচ্ছুক ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষত সেই সিরিজ সুপার লিগের অন্তর্ভুক্ত। যে সুপার লিগের ভিত্তিতে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ছাড়পত্র মিলবে। সেই পরিস্থিতিতে নতুন বছরের জুন পর্যন্ত একদিনের সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'পিসিবির কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বাকি ১৫ জন খেলোয়াড় এবং ছয়জন সাপোর্ট স্টাফের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ওয়েস্ট ইন্ডিজের ২১ জনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বৃহস্পতিবারের টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে (যা ইতিমধ্যে হচ্ছে)।'
তবে দুই বোর্ডের তরফে জানানো হয়, দুই দলের খেলোয়াড়ের সুস্বাস্থ্যের বিবেচনা করে একদিনের সিরিজ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস