গাঙ্গুলির দাবি নাকচ করে দিলেন কোহলি, নতুন বিতর্কে ভারতীয় ক্রিকেট

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 15, 2021 04:04 pm
গাঙ্গুলির দাবি নাকচ করে দিলেন কোহলি, নতুন বিতর্কে ভারতীয় ক্রিকেট

গাঙ্গুলির দাবি নাকচ করে দিলেন কোহলি, নতুন বিতর্কে ভারতীয় ক্রিকেট - ছবি সংগৃহীত

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির দাবি খারিজ করলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ জানিয়েছিলেন, তিনি কোহলিকে অনুরোধ করেছিলেন নেতৃত্ব না ছাড়ার জন্য। বুধবার সংবাদ সম্মেলনে কোহলির দাবি, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি তাকে।

বুধবার সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি জানিয়েছিলাম টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে কোনো না ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় জানিয়েছিলাম টেস্ট এবং একদিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন একদিনের ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি।’

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু ওর মনে হয়েছে যে ওর ওপর চাপ পড়ছে। ঠিক আছে, ও একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে ও খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে ও দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি।’

কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব নিয়ে বার বার বিতর্ক সামনে আসছে। কোহলিকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয়। সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। টেস্ট ক্রিকেটে এখনো অধিনায়ক কোহল।

২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন কোহলিরা।

দল ঘোষণার ঘণ্টাখানেক আগে জানতে পারি

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কেন তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তবে যেভাবে তাকে সেই খবর দেওয়া হয়েছে তাতে খুশি নন তিনি।

কোহলি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনো দিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’

তবে যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সে কথা জানিয়েছে তাতে তিনি খুশি নন। কোহলি বলেন, ‘বিসিসিআই-এর সঙ্গে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’ কোহলির এই বক্তব্য থেকে পরিষ্কার তার সঙ্গে কোনো আলোচনা না করেই এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে।

সম্প্রতি শোনা যায়, দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বিসিসিআই-এর কাছে নাকি সেই অনুরোধ করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, কোহলি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। শুরু হয় বিতর্ক। তার মধ্যেই ভারতের সাবেক অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন জানান, কোহলি খেলবেন না বলে আবেদন করেছেন। তাতে বিতর্ক আরো বাড়ে। অবশ্য বুধবার সব জল্পনার অবসান করেন কোহলি নিজে। সংবাদ সম্মেলন করে ভারতের টেস্ট দলের অধিনায়ক জানিয়ে দেন, তিনি এক দিনের সিরিজ খেলবেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us