এক ওভারে ৩ উইকেট আফ্রিদির, রেকর্ড জয়ে টি২০ সিরিজ পাকিস্তানের

অন্য এক দিগন্ত | Dec 15, 2021 08:46 am
এক ওভারে ৩ উইকেট আফ্রিদির, রেকর্ড জয়ে টি২০ সিরিজ পাকিস্তানের

এক ওভারে ৩ উইকেট আফ্রিদির, রেকর্ড জয়ে টি২০ সিরিজ পাকিস্তানের - ছবি : সংগৃহীত

 

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান। মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৯ রানের ব্যবধানে পরাজিত করেন বাবর আজমরা। সেই সাথে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নিজেদের রেকর্ডকে আরো কিছুটা দীর্ঘায়িত করে পাকিস্তান।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। বাবর আজম ৭ রান করে রান-আউট হন। মোহাম্মদ রিজওয়ান করেন ৩৮ রান। ফকর জামান ১০, হায়দার আলি ৩১ ও ইফতিকার আহমেদ ৩২ রানের যোগদান রাখেন।

মোহাম্মদ নওয়াজ ১ ও আসিফ আলি ৯ রান করে আউট হন। শাদব খান ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। মোহাম্মদ ওয়াসিম করেন ৫ রান। ২টি উইকেট নেন ওডিন স্মিথ। ১টি করে উইকেট দখল করেন আকিল হোসেন, ওশেন থমাস, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালস।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৬৩ রানে অল-আউট হয়ে যায়। ব্রেন্ডন কিং ৬৭ রান করেন। ২৬ রান করেন নিকোলাস পুরান। ৩৫ রানে অপরাজিত থাকেন শেফার্ড। শাহিন আফ্রিদি ইনিংসের ১৭তম ওভারে ওডিন স্মিথ (১৬.১), ডমিনিক ড্রেকস (১৬.৫) ও হেডেন ওয়ালসকে (১৬.৬) ফেরত পাঠান। তিনি ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট দখল করেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ। ম্যাচের সেরা হয়েছেন শাদব।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে পরাজিত করে পাকিস্তান। সেটি ছিল চলতি বছরে পাকিস্তানের ১৮ নম্বর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়। এক ক্যালেন্ডার বর্ষে কোনো দেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড ছিল সেটি। সেই সংখ্যা এবার বাড়িয়ে ১৯ করলেন বাবররা। সুতরাং, এই নিরিখে এটিই এখন নতুন রেকর্ড।

আগের নজির ছিল পাকিস্তানের নামেই। তারা ২০১৮ সালে ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছিল। ভারত ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে ২০১৬ ও ২০২১ সালে ১৫টি করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতে।

 

টানা ৫টি ইনিংসে ব্যর্থ, কেরিয়ারে বাবরের ব্যাটে এমন রানের খরা দেখা যায়নি আগে

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল পাকিস্তান দল। পাকিস্তানের এই সাফল্যের পিছনে সবথেকে বড় অবদান ছিল তাদের ওপেনিং জুটির দুরন্ত ফর্ম। প্রায় সবকটি ম্যাচেই বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান জুটি দলের হয়ে ভালো শুরু করেছিলেন। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরেই কি ব্যাটার বাবর আজম তার ফর্ম হারালেন? টি-২০ ম্যাচে তার শেষ ৫টি ইনিংসের রান অন্ততপক্ষে তেমনই ইঙ্গিত দিচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে এদিন ৭ বলে মাত্র ৭ করে আউট হওয়ার পরে বাবরের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, তাঁর শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে স্কোর যোগ করলে দাঁড়ায় মাত্র ৩৪। অর্থাৎ মোট ৪০ রানও করতে পারেননি তিনি। উল্লেখ্য এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর কেরিয়ারের যে কোনও সময় যদি পরিসংখ্যান আমরা দেখি, তাহলে দেখব টানা পাঁচটি ইনিংসের মধ্যে অন্তত একটি ৪০-এর বেশি রানের ইনিংস রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানে আউট হওয়ার আগে প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। তার আগে টি-২০ বিশ্বকাপের পরে তিনি জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলেন। যেখানে শেষ ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ১ এবং প্রথম ম্যাচে মাত্র ৭ রানে আউট হয়েছিলেন তিনি। ফলে শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার মোট রান দাড়াল মাত্র ৩৪। যা তাঁর টি-২০ কেরিয়ারে প্রথম।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us