বাউন্ডারির সেঞ্চুরি : বিরাট-বাবরদের ছাড়িয়ে গেলেন রিজওয়ান

অন্য এক দিগন্ত | Dec 14, 2021 07:14 am
বিরাট-বাবরদের ছাড়িয়ে গেলেন রিজওয়ান

বিরাট-বাবরদের ছাড়িয়ে গেলেন রিজওয়ান - ছবি : সংগৃহীত

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। সেই সাথে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০-র বেশি চার মারার রেকর্ড গড়ে ফেলেন। দেখে নেয়া যাক এক বছরে সবচেয়ে বেশি চার মারা ক্রিকেটারদের তালিকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫২ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলার পথে পাক ওপেনার মহম্মদ রিজওয়ান মোট ১০টি চার মারেন। সেই সুবাদে ২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি চার মারার নজির গড়ে বসেন তিনি। রিজওয়ানই একমাত্র ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চার মারার সেঞ্চুরি করলেন।

এত দিন এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ৯০টি চার মারার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের নামে। আইরিশ তারকা ২০১৯ সালে এই ফর্ম্যাটে মোট ৯০টি বাউন্ডারি মেরেছিলেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম চলতি বছরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত ৮৯টি বাউন্ডারি মেরেছেন। সুতরাং, তিনিও স্টার্লিংকে টপকে যেতে পারেন পরের ম্যাচেই।

আয়ারল্যান্ড দলে পল স্টার্লিংয়ের সতীর্থ তথা অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ২০১৯ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭১টি চার মারেন।

বিরাট কোহলি ২০১৬ সালে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে মোট ৭০টি বাউন্ডারি মেরেছিলেন।

শিখর ধাওয়ান ২০১৮ সালে কোহলির মতোই ৭০টি চার মারেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে এক বছরে সবথেকে বেশি টি২০ জয়ের রেকর্ড পাকিস্তানের

করোনার আতঙ্ক কাটিয়ে শুরু হওয়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত রেকর্ড গড়লেন বাবর আজমরা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেদেরই পুরনো এক নজির টপকে গেল পাকিস্তান। বরং বলা ভালো যে, নিজেদের পুরনো রেকর্ডকে আরো একটু দীর্ঘায়িত করে পাকিস্তান দল।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। চলতি বছরে এই নিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেন বাবর আজমরা। একটি ক্যালেন্ডার বর্ষে কোনও দলের সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল পাকিস্তানের নামে। তারা ২০১৮ সালে মোট ১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছিল।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। বাবর আজম শূন্য রানে আউট হন। মহম্মদ রিজওয়ান দলের হয়ে সবথেকে বেশি ৭৮ রান করেন। ৫২ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। হায়দার আলি করেন ৩৯ বলে ৬৮ রান। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মহম্মদ নওয়াজ ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

৪৩ রানে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন, ওশেন থমাস, ডমিনিক ড্রেকস ও ওডিন স্মিথ। ওডিন ৪ ওভারে ৫৬ রান খরচ করেন।

পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। শাই হোপ ৩১, নিকোলাস পুরান ১৮, রোভম্যান পাওয়েল ২৩ ও শেফার্ড ২৪ রান করেন। মহম্মদ ওয়াসিম ৪০ রানে ৪টি উইকেট দখল করেন। শাদব খান ১৭ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, মহম্মদ নওয়াজ ও হারিস রউফ। ম্যাচের সেরা হয়েছেন হায়দার। এই জয়ের সুবাদে পাকিস্তান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us