নাক দিয়ে পানি পড়ছে? ফ্লু নাকি ওমিক্রন কিভাবে বুঝবেন?

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 13, 2021 02:41 pm
নাক দিয়ে পানি পড়ছে? ফ্লু নাকি ওমিক্রন কিভাবে বুঝবেন?

নাক দিয়ে পানি পড়ছে? ফ্লু নাকি ওমিক্রন কিভাবে বুঝবেন? - ছবি সংগৃহীত

 

শীতের শুরু একেতেই তার মধ্যে নতুন করোনা ভাইরাসের প্রকোপ, চিন্তায় মানুষের মানসিক এবং শারীরিক দুই অবস্থাই শোচনীয়। আর শীতের শুরুরদিকে ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি পড়া অল্প কাশি এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে ছোট কোনো রোগ সাংঘাতিক মাত্রা ধারণ করছে- সেই কারণেই যত সমস্যা।

ওমিক্রনের থাবা ক্রমশই বাড়ছে। কোনো এক দেশ নয়, বিশ্বজুড়েই বাড়ছে। আর একই সাথে সাধারণ ভাইরাল ফ্লু-এর সমস্যাও দেখা দিচ্ছে অনেকের মধ্যে। বিশেষ করে শিশুদের মধ্যেই– যেহেতু ওদের ভ্যাকসিন এখনো সম্পূর্ণ হয়নি তাই বেশি চিন্তা থেকেই যাচ্ছে। দেশের মধ্যে বহু মানুষের ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন হলেও বুস্টার নিয়ে এখনো খোঁজ মেলেনি– সুতরাং সতর্ক থাকতেই হবে। কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে নাক দিয়ে পানি পড়া এবং কাশি এগুলো সাধারণ ফ্লু-এর সাথেও জড়িত। তাহলে পার্থক্য কিভাবে করবেন? পার্থক্য করতেই হবে। না করলে নানা বিপদ। সবচেয়ে বড় ভয় মনে। এই ভয় দূর করতেই হবে। আর ভয় দূর হবে বিষয়টি পুরোপুরি জানলে।

চিকিৎসকদের মতে, কাশি সর্দি এগুলো সবসময়ই খুব সাধারণ বিষয় তবে করোনা মহামারীর প্রেক্ষাপটে এর থেকেই মানুষ এখন সবথেকে বেশি ভীত। বিশেষ করে নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ এবং গা হাত-পা ব্যথার মতো বিষয়গুলো ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গেও জড়িত। তবে পার্থক্য অবশ্যই রয়েছে। প্রথম এতে জ্বর আসছে না, এবং স্বাদ গন্ধ চলে যাওয়ার কোনো সুযোগ নেই।

সাধারণ ফ্লু হলেও অনেকেই ভীষণ ভয় পাচ্ছেন! সুতরাং তাদের বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে। বিশেষ করে যারা ইতিমধ্যেই অন্য কোনো দেশ কিংবা জায়গা থেকে ঘুরে এসেছেন। তাই যেই মুহূর্ত থেকেই শারীরিক সমস্যার অনুভব করবেন তখনই সতর্ক হন। এই বিষয়ে ওমিক্রন গবেষক এবং চিকিৎসকরা বলছেন, যদি অতিরিক্ত গা হাত পা ব্যথা হয় এবং সঙ্গেই গলায় অসম্ভব চুলকানি অনুভূত হয় তবে অবধারিত টেস্ট করান কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা অ্যালের্জি অথবা হাঁচির সমস্যায় ভোগেন সর্দি কাশি হলেই তবে গা হাত-পা তে ব্যথা নেই – সেইক্ষেত্রে কিন্তু এক/দুদিন অপেক্ষা করতেও পারেন। সময়ের সাপেক্ষে যদি এটি কমতে থাকে তবে খুবই ভালো।

তবে অবশ্যই মাথায় রাখতে হবে যেন, জ্বরের কবলে না পড়েন– এইসময় জ্বর হলেও কিন্তু সেটি বাড়াবাড়ির রূপ নিতে পারে। আর নিজেকে অন্যদের থেকে যত পারবেন দূরে রাখুন– মাস্ক ব্যবহার করুন– স্যানিটাইজার ভুলবেন না। যাদের এখনও দুটি ভ্যাকসিন সম্পূর্ণ হয়নি, তারা সত্ত্বর সেটি সম্পূর্ণ করুন এবং পরে বুস্টার নিতেও দেরি করবেন না। যেকোনও ছোটখাটো ফ্লু থেকেও মারাত্বক কিছু হতে পারে তাই নিজেকে সুস্থ রাখতে হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us