অস্ট্রেলিয়ার উত্থানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ফের পিছিয়ে গেল ভারত
অস্ট্রেলিয়ার উত্থানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ফের পিছিয়ে গেল ভারত - ছবি সংগৃহীত
একসময় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে ছিল ভারত। পরে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করায় টিম ইন্ডিয়াকে নেমে যেতে হয় দুই নম্বরে। পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ভারতকে আরো পিছনে ঠেলে দেয়। কোহলিদের নেমে যেতে হয় তিন নম্বরে। এবার অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দুই নম্বরে মাথা গলিয়ে দেয়ায় ভারত পিছতে পিছতে চার নম্বরে এসে ঠেকে।
পয়েন্টের নিরিখে ভারত সবার থেকে এগিয়ে রয়েছে। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের এক নম্বরে নেই। কারণ, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই অনুযায়ীই নির্ধারিত হয়েছে স্ট্যান্ডিং।
আপাতত ২টি টেস্ট থেকে ১০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা রয়েছে লিগ টেবিলের শীর্ষে। অস্ট্রেলিয়া ১ ম্যাচে ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করে ঢুকে পড়েছে দুই নম্বরে। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহে রয়েছে ৪ টেস্টে ৭৫ শতাংশ হারে ৩৬ পয়েন্ট। ৬টি টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৪২ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া রয়েছে চার নম্বরে।
৪ টেস্টে ২৫ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে। প্রাথমিকভাবে অ্যাশেজের প্রথম টেস্টে হারলেও ইংল্যান্ড ৫ ম্যাচে ২৩.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছিল। তবে ৫ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের সংগ্রহ কমে দাঁড়ায় ১৫ শতাংশ হারে ৯ পয়েন্ট। ফলে তারা নেমে যায় সাতে। ইংল্যান্ডকে টপকে নিউজিল্যান্ড ছয়ে উঠে আসে। কিউয়িদের সংগ্রহে রয়েছে ২টি টেস্টে ১৬.৬৬ শতাংশ হারে ৪ পয়েন্ট। বাংলাদেশ ২টি টেস্ট খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা নেমে যায় লিগ টেবিলের আট নম্বরে।
হারার পর শাস্তিও পেল রুটরা
একে তো অ্যাসেজ সিরিজের শুরুতেই দুরমুশ হতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তার উপর ব্রিসবেন টেস্টে হারের ধাক্কা সামলে ওঠার আগেই ইংল্যান্ড শিবিরে আরও বড়সড় আঘাত নেমে এলো আইসিসির তরফে। গাব্বায় স্লো ওভার-রেটের জন্য বড়সড় শাস্তির মুখে পড়তে হলো ব্রিটিশ ক্রিকেটারদের। তার উপর কাটা গেল দলের মূল্যবান টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট।
আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ইংল্যান্ড। সব দিক বিবেচনার পরেও তারা ৫ ওভার পিছিয়ে থাকে। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ইংল্যান্ডের ক্রিকেটারদের জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। অন্যদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী স্লো ওভার-রেটের জন্য পয়েন্ট কাটা যায় ইংল্যান্ডের।
নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। এছাড়া প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ১ পয়েন্ট করে কেটে নেয়া হয়। সেই মতো ইংল্যান্ড ৫ ওভার পিছিয়ে থাকার জন্য জো রুটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা ধার্য করা হয়। সেই সঙ্গে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল থেকে ৫ পয়েন্ট কাটা যায়।
জরিমানা নিয়ে ইংল্যান্ড শিবিরের তেমন কোনো মাথাব্যথা না থাকলেও ৫ পয়েন্ট কাটা যাওয়া বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে রুটদের কাছে। কেননা এর আগে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়েও ২ পয়েন্ট কাটা গিয়েছিল ইংল্যান্ডের। সুতরাং সব মিলিয়ে তাদের সংগৃহীত পয়েন্ট থেকে মোট ৭ পয়েন্ট বাদ যায়। একটি টেস্ট জয়ের জন্য কোনো দল ১২ পয়েন্ট সংগ্রহ করে। সেই নিরিখে ৭ পয়েন্ট কাটা গেলে তা বড়সড় ক্ষতি বলে মনে হওয়াই স্বাভাবিক।
প্রাথমিকভাবে অ্যাশেজের প্রথম টেস্টে হারলেও ইংল্যান্ড ৫ ম্যাচে ২৩.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছিল। তবে ৫ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫ শতাংশ হারে ৯ পয়েন্ট। ফলে তারা নেমে যায় সাতে। ইংল্যান্ডকে টপকে নিউজিল্যান্ড ছয়ে উঠে আসে।
সূত্র : হিন্দুস্তান টাইমস