কেবল টি২০ অধিনায়ক হতে রাজি হননি রোহিত!
কেবল টি২০ অধিনায়ক হতে রাজি হননি রোহিত! - ছবি : সংগৃহীত
বিরাট কোহলি নিজে নেতৃত্ব ছাড়তে না চাইলেও তাকে কেন সরিয়ে দেয়া হলো ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি থেকে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। এই নিয়ে বিসিসিআই ও জাতীয় নির্বাচকদের প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখা যাচ্ছে অনেককেই। শুধু বিরাট অনুরাগীরাই নন, বরং বিশেষজ্ঞদের একাংশও বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে কোহলিকে সরানোর পিছনে অন্য একটা কারণের কথাও ঘোরাফেরা করছে ক্রিকটমহলে।
রোহিত শর্মা নাকি শুধুমাত্র টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করতে রাজি হননি। বরং তিনি টি-২০'র সঙ্গে ওয়ান ডে'র নেতৃত্বও দাবি করেন বিসিসিআইয়ের কাছে। সাদা বলের ক্রিকেটে সার্বিকভাবে ক্যাপ্টেন করলে তবেই নেতৃত্বভার হাতে তুলে নেবেন বলে শর্ত রাখেন হিটম্যান। এমনই একটি রিপোর্টের কথা উল্লেখ করা হয় CricTracker-এর প্রতিবেদনে।
এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান যে, বোর্ড কোহলিকে টি-২০'র ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধ জানিয়েছিল, যা শোনেননি বিরাট। অগত্যা কোহলির জায়গায় নতুন কাউকে টি-২০ ক্যাপ্টেন নির্বাচিত করতেই হতো। সেক্ষেত্রে রোহিত শর্মাই ছিলেন প্রথম পছন্দ। এখন রোহিতকে টি-২০ ক্যাপ্টেন করতে হলে তাঁর দাবি মেনে নিতে হতো বিসিসিআইকে। তাই তার হাতে টি-২০'র পাশাপাশি ওয়ান ডে'র নেতৃত্বও তুলে দেয়া ছাড়া উপায় ছিল না বোর্ডের।
রোহিত এর আগে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করার পর প্রকাশ্যেই জানিয়েছিলেন যে তিনি সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত।
অধিনায়ক হিসেবে কোহলির প্রথম ও শেষ ওয়ানডে ম্যাচে কাকাতলীয় ভাবে অদ্ভূত মিল
মাত্র কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিত শর্মার নাম। টি-২০ বিশ্বকাপের পরে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে পূর্ব ঘোষণা মত সরে দাঁড়ান বিরাট কোহলি। তার কয়েক দিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেটে দলের দায়িত্বও তুলে দেওয়া হল রোহিতের হাতে। স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে কোহলি তার শেষ ম্যাচটি ভারতের জার্সিতে খেলে ফেলেছেন। আর অধিনায়ক কোহলির প্রথম এবং শেষ ওয়ানডে ম্যাচের মধ্যে রয়েছে কাকাতলীয় ভাবে অদ্ভূত মিল।
ভারত অধিনায়ক হিসেবে কোহলি তার প্রথম ম্যাচ যে মাঠে খেলেছিলেন, যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছিলেন, সেই মাঠেই সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই অধিনায়ক হিসেবে শেষ ওডিআই খেলে ফেললেন। এই ঘটনা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং অবশ্যই নজিরবিহীনও। ২০১৭ সালে মহারাষ্ট্রের পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল বিরাটের। সেই ইংল্যান্ড দলের বিরুদ্ধেই চার বছর বাদে পুণেতে ভারত অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বিরাট।
উল্লেখ্য ব্যাটার বিরাটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে শেষ কয়েক বছরের রেকর্ড একেবারেই ভাল যাচ্ছিল না। দীর্ঘ দু'বছর তার ব্যাটে নেই কোনো আন্তর্জাতিক শতরান। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ২০২১ সালের সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও ভারত সুপার-১২ পর্যায় থেকে বেরিয়ে যাওয়ার পরে বিরাটের উপর চাপ বাড়ছিল।
উল্লেখ্য টেস্ট ক্রিকেটে বিরাট এখনো ভারতীয় দলের অধিনায়ক। তিনি আদৌ সেই দায়িত্বও সামলান, নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন, এখন সেটাই দেখার।
সূত্র : হিন্দুস্তান টাইমস