দুর্ধর্ষ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে জাঁকিয়ে বসল পাকিস্তান
দুর্ধর্ষ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে জাঁকিয়ে বসল পাকিস্তান - ছবি : সংগৃহীত
উত্থান হল না। তবে বাংলাদেশকে উড়িয়ে দেয়ায় বাড়ল 'পয়েন্ট পারসেন্টেজ' (পিটিসি)। তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের পয়েন্ট তালিকায় জাঁকিয়ে বসল পাকিস্তান। আপাতত দ্বিতীয় স্থানে আছেন বাবর আজমরা। তৃতীয় স্থানে আছে ভারত। তালিকার একেবারে নিচে আছে বাংলাদেশ।
বুধবার মীরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে এক ইনিংস আট রানে হারিয়ে দেয় পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট তালিকায় পাকিস্তানের দ্বিতীয় স্থান আরো মজবুত হয়েছে। আপাতত পাকিস্তানের পয়েন্ট ৩৬ (৭৫ শতাংশ)। তিনটি ম্যাচে জিতেছে বাবররা। হেরেছে একটিতে। আর দুটি ম্যাচের দুটিতেই হেরে সাত দলের মধ্যে একেবারে শেষে আছে বাংলাদেশ।
অন্যদিকে, আপাতত ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে শ্রীলঙ্কা। দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় এসেছে লঙ্কা বাহিনীর। ভারত আছে তৃতীয় স্থানে। টিম ইন্ডিয়া ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলে ফেলেছে। তিনটি ম্যাচে জিতেছে। অমীমাংসিত থেকেছে দুটি ম্যাচ। একটি ম্যাচে হেরেছে ভারত। সেই মতো ভারতের ৪৪ পয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্লো ওভার-রেটের কারণে দুই পয়েন্ট কাটা গিয়েছে। তাই ছয় ম্যাচে ৪২ পয়েন্ট আছে (৫৮.৩৩ শতাংশ) ভারতের ঝুলিতে।
উল্লেখ্য, এবার টুর্নামেন্টে পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকার মাপকাঠি নির্ধারিত হচ্ছে না। বরং গতবারের মতো শতাংশের ভিত্তিতেই দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। ফলে সব সিরিজের শেষে যে দুই দলের 'পয়েন্ট পারসেন্টেজ' (পিটিসি) বেশি থাকবে, সেই দুই দলই ফাইনালে খেলবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
টেস্টে দ্রুত ৪ হাজার রান ও ২০০ উইকেটের রেকর্ড সাকিবের
টেস্ট ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্টে দ্রুত ৪ হাজার রান ও ২ শ' উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পথে ব্যক্তিগত ৩৪ রান তুলে বড় ফরম্যাটে ৪ হাজার পূর্ণ করেন সাকিব। অবশ্য আগে থেকেই টেস্টে ২শর বেশি উইকেট ঝুলিতে ছিলো তার।
প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন সাকিব। তার উপর নির্ভর করছিলো বাংলাদেশের ফলো অন। কিন্তু তার আউটের পর ৮৭ রানে গুটিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান।
টেস্ট ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৫৬তম ওভারে অপ-স্পিনার সাজিদ খানকে বাউন্ডারি মেরে ৪ হাজার রান প্রবেশ করেন তিনি। যেখানে সাকিবের সঙ্গী গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি।
পারিবারিক কারনে নিউজিল্যান্ড সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।