বিপিন রাওয়াত নিহত : কতটা সুরক্ষিত এমআই-১৭ভি-৫
বিপিন রাওয়াত নিহত : কতটা সুরক্ষিত এমআই-১৭ভি-৫ - ছবি : সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর কুন্নুর থেকে উড়েছিল চপারটি। ওয়েলিংটনে সেনাঘাঁটির উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নীলগিরি পর্বতে ভেঙে পড়ে সেটি। এমআই-১৭ভি-৫ চপারে সওয়ার ছিলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, সহকারি এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ ১৪ জন।
এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এক নারী। শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় কারো পরিচয়ই জানা যায়নি। এক আরোহীকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। ওই আহতর পরিচয়ও এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে জানা গেছে, তিনি পুরুষ। শনাক্তকরণের জন্য ১৩ জনের লাশের ডিএনএ পরীক্ষা হবে।
রাশিয়ায় তৈরি হয়েছে এই অত্যাধুনিক চপার। এই বিষয়ে আর কী কী জানা যায়?
• রাশিয়ায় তৈরি এমআই–১৭ কপ্টারের আধুনিকতম হলো এই ভি–৫। সেনাবাহিনীর সদস্যদের যাতায়াত এবং অস্ত্র, অন্য সামরিক জিনিস, মালপত্র পরিবহনে ব্যবহার করা হয়।
• কপ্টারের বাইরেও মালপত্র ঝুলিয়ে নেয়া যায়।
• মাটিতে থাকা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই কপ্টার।
• সব ধরনের আবহাওয়ায় চলতে সক্ষম এই কপ্টার। অনেক উচ্চতায়ও যাতায়াত, উদ্ধারকাজ করতে পারে এই কপ্টার। সেনাবাহিনী যেসব কপ্টার ব্যবহার করে, তার মধ্যে অন্যতম আধুনিক।
• ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কয়েকটি এই এমআই কপ্টার আমদানি করেছে ভারত।
• রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও এই কপ্টারে সওয়ার হয়ে থাকেন।
• সর্বাধিক ১৩ হাজার কেজি ওজন পরিবহনে সক্ষম এই এমআই–১৭ ভি–৫৷ এক সঙ্গে ৩৬ জন সশস্ত্র সেনা এই চপারে যাতায়াত করতে পারেন৷
• এই অত্যাধুনিক চপারে গ্লাস ককপিট রয়েছে, যার মধ্যে মাল্টি ফাংশন ডিসপ্লে, নাইট ভিশন ইক্যুইপমেন্ট রয়েছে।
• ওড়ার সময় আবহাওয়ার পরিস্থিতি জানানোর জন্য রাডার এবং অটো পাইলট সিস্টেম রয়েছে।
• একটানা ৫৮০ কিলোমিটার উড়তে পারে এই কপ্টার।
• এতে রয়েছে জ্যামারও।
সুলুরের সেনাঘাঁটি থেকে উড়েছিল এমআই সিরিজের ওই চপার। ওয়েলিংটনে সেনাঘাঁটির উদ্দেশে রওনা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই নীলগিরিতে ভেঙে পড়ে সেটি। এমআই কপ্টারটিতে কে কে সওয়ার ছিলেন?
• জেনারেল বিপিন রাওয়াত
• শ্রীমতী মধুলিকা রাওয়াত
• ব্রিগেডিয়ার এলএস লিডার, এসএম, ভিএসএম
• লেফটেনান্ট কর্নেল হরজিন্দর সিং
• এনকে গুরুসেবক সিং
• এনকে জিতেন্দ্র কুমার
• বিবেক কুমার
• বি সাই তেজা
• হাবিলদার সৎপাল
তাছাড়াও কপ্টারে ছিলেন আরো পাঁচ কর্মী।
আরো কয়েকটি দুর্ঘটনা
৩০ নভেম্বর, ২০২১ : আজারবাইজানের খিজি জেলায় ঘটেছিল দুর্ঘটনা। মারা যান সে দেশের সীমান্ত বাহিনীর ১২ জন কর্মী। আহত হন ২ জন।
২৫ আগস্ট, ২০২১ : মেক্সিকোর নৌবাহিনীর কপ্টার ভেঙে পড়ায় গুরুতর আহত হন ৪ জন।
২৭ ফেব্রুয়ারি, ২০১৯ : জম্মু–কাশ্মিরের বাদগামে ভেঙে পড়েছিল এমআই–১৭ হেলিকপ্টার। কপ্টারে থাকা ৬ জনের পাশাপাশি এক সাধারণ নাগরিকও মারা যান।
৬ অক্টোবর, ২০১৭ : ভারতীয় বিমানবাহিনীর এমআই–১৭ ভি৫ হেলিকপ্টার ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে। মারা যান ৭ জন।
২৫ জুন, ২০১৩ : উত্তরাখণ্ডের বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় বায়ুসেনার একটি এমআই–১৭ ভি৫ কপ্টার ভেঙে পড়েছিল। চপারে থাকা ২০ জনের খোঁজ পাওয়া যায়নি।
১১ জুলাই, ২০১২ : গিলগিট–বালটিস্তানে ভেঙে পড়ে পাক সেনার একটি কপ্টার। মারা যান ৫ জন।
৩০ আগস্ট, ২০১২ : গুজরাটের জামনগরে মুখোমুখি সংঘর্ষ হয় দু’টি এমআই–১৭ হেলিকপ্টারের। মার যান ৯ জন।
১৯ নভেম্বর, ২০১০ : অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে ভেঙে পড়ে বিমানবাহিনীর এমআই–১৭ হেলিকপ্টার। মারা যান ১২ জন।
সূত্র : আজকাল