খাওয়ার পর গোসল করা কেন ক্ষতিকর?

অন্য এক দিগন্ত | Dec 03, 2021 06:46 pm
খাওয়ার পর গোসল করা কেন ক্ষতিকর?

খাওয়ার পর গোসল করা কেন ক্ষতিকর? - ছবি : সংগৃহীত

 

গোসল করতে খুব দেরি হয়ে গিয়েছে। তাই মায়ের কাছে আবদার করলেন, ভাত দিয়ে দিতে। খাওয়া হয়ে গেলে গোসল করবেন। ব্যাস! মা বেজায় রেগে বকাঝকা শুরু করলেন। এ রকম অনিয়ম করলে শরীর খারাপ হয়ে যেতে পারে বলেও সতর্ক করলেন তিনি। এমন ঘটনা বহু বাড়িতে হয়েই থাকে। খাওয়ার পর গোসল করার জন্য গুরুজনরা বকাঝকা করেননি, এমন ঘটনা বিরল। অনেকে আবার রাতের খাবার খাওয়ার পর হালকা গোরম পানিতে গোসল করতে পছন্দ করেন। তাতে তাদের রাতের ঘুম ভালো হয় বলে মনে করেন তারা। কিন্তু এই নিয়েও অনেকে আপত্তি তোলেন। তাদের মত, খাওয়ার পর কখনোই গোসল করা উচিত নয়। এই দাবির কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে?

চিকিৎসকরা খুব একটা খাওয়ার পর গোসলের পক্ষপাতী নন। কারণ ভারী কোনা খাবার খেলে তা হজম করার জন্য শরীরে যে ধরনের প্রক্রিয়া শুরু হয়, তাতে গোসল করলে পেশিতে টান ধরার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। খাওয়ার পর আর কী কী অসুবিধা হতে পারে জেনে নিন।

হালকা গরম পানিতে গোসল করলে শরীরে এক বিশেষ প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারথার্মিক অ্যাকশন’। এতে শরীরের তাপমাত্রা এক বা দুই ডিগ্রি বেড়ে যেতে পারে। তাতে অবশ্য শরীরের ভালই হয়। এই প্রক্রিয়ার ফলে শরীরে যে পরিবর্তনগুলো হয়—

১। প্রতিরোধশক্তি কাজ করা শুরু করে

২। স্নায়ু ব্যবস্থা রিল্যাক্স হতে সাহায্য করে

৩। শরীরে ঘামের গ্রন্থীগুলো কাজ করে। তাই শরীরের দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়

খাওয়ার পর স্বাভাবিক ভাবেই শরীরের তাপমাত্রা খানিক বেড়ে যায়। পেট ভরে খাওয়ার পর শরীরে যে আরামের অনুভব হয়, তা আদপে এই প্রক্রিয়ারই কারণে। এতে শরীরের হজম প্রক্রিয়া শুরু করার জন্য বেশি মাত্রায় রক্ত চলাচল শুরু হয়। এই সময়ে গোসল করলে শরীরে তাপমাত্রা বেশি বেড়ে যেতে পারে। তার উপর গোসল করলে কখনো কখনো হৃদ্‌স্পন্দন বেড়ে যায়। ভরা পেটে সেই অনুভূতিও খুব একটা সুখকর হয় না।

খাওয়ার পর গোসল করলে শরীর বিভ্রান্ত হয়ে যেতে পারে। গোসলের ফলে যেহেতু শরীরের তাপমাত্রা এমনিই বেড়ে যায়, তাই হজম প্রক্রিয়ার জন্য বাড়তি রক্তের সরবারহ না-ও হতে পারে। এতে হজম প্রক্রিয়া ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে। কী খাচ্ছেন সেটাও অবশ্য এ ক্ষেত্রে জরুরি। যদি বেশি ফ্যাট বা রিফাইন করা কার্বোহাইড্রেট বা অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার খাওয়ার পর গোসল করেন, তা হলে হজমপ্রক্রিয়া আরো ধীর হয়ে গিয়ে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তবে যদি এই যুক্তি অনুযায়ী বিচার করা হয়, তা হলে স্যালাড বা ফল খাওয়ার পর গোসল করলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।

খাওয়ার কতক্ষণ পর গোসল করা নিরাপদ

খাওয়ার ঠিক কতক্ষণ পর গোসল করলে শরীরের রক্ত চলাচলে সমস্যা হবে না, তা নিয়ে সে ভাবে কোনো গবেষণা হয়নি। কিন্তু স্বাভাবিক বিচারবুদ্ধি বলে, অন্তত ২০ মিনিট বিরতি রেখে তবেই গোসল করা উচিত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us