১০ বার শূন্য! লজ্জার রেকর্ড কোহলির
১০ বার শূন্য! লজ্জার রেকর্ড কোহলির - ছবি : সংগৃহীত
আবারো শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে লজ্জার রেকর্ড করলেন এর মাধ্যমে। মনসুর আলি খান পতৌদিকে টপকে নবাবকে লজ্জার রেকর্ডের হাত থেকে মুক্তি দিলেন কোহলি।টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন তিনি। কোহলির ১০টি শূন্যের মধ্যে ছয়টি দেশের মাটিতে। ভারতের আর কোনো অধিনায়কের টেস্টে এত বার শূন্য রানে আউট হওয়ার নজির নেই। দেশের মাটিতে শূন্য রানে আউট হওয়ার নিরিখেও সবাইকে টপকে গিয়েছেন কোহলি। তাও আবার পয়া ওয়াংখেড়ে স্টেডিয়ামেই এমন এক রেকর্ড গড়লেন বিরাট, যা তিনি কোনো দিনই মনে রাখতে চাইবেন না।
উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বলে কোনো রান না করেই আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে প্রথম ইনিংসে শূন্য রান করে আউট হন কোহলি। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কোহলি। সাজঘরে ফেরার পরেও হতাশ দেখায় তাকে।
ভারত অধিনায়কদের মধ্যে কোহলির পরে রয়েছেন মনসুর আলি খান পতৌদি। তিনি পাঁচ বার শূন্য রানে আউট হয়েছেন। পাঁচ বারই দেশের মাটিতে। তাকে টপকে গেলেন কোহলি। মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব অধিনায়ক হিসেবে টেস্টে তিন বার শূন্য রানে আউট হয়েছেন।
ওয়াংখেড়েতে প্রথম দিন ৩০ তম ওভারে অজাজ পটেলের বলে কোহলিকে আউট দেন আম্পায়ার অনিল চৌধরী। সাথে সাথে রিভিউ নেন কোহলি। তার ধারণা ছিল বল আগে ব্যাটে লেগে তার পরে প্যাডে লেগেছে। কিন্তু রিভিউতে দেখা যায় প্রায় একই সাথে বল ব্যাটে ও প্যাডে লেগেছে। থার্ড আম্পায়ার নিশ্চিত না হওয়ায় মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।
আউট হওয়ার পরে দেখা যায় মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে তর্ক করছেন কোহলি। পরে সাজঘরে ফিরে কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে রিপ্লে দেখেন ভারত অধিনায়ক। তখনো তাকে দেখা যায় সিদ্ধান্তে খুশি হতে পারেননি। হতাশ দেখায় দ্রাবিড়কেও। তিনিও যেন বিশ্বাস করতে পারছিলেন না কী ভাবে আউট দেয়া হলো কোহলিকে।
উল্লেখ্য, দীর্ঘ ২ বছর কোহলির ব্যাটে তিন অঙ্কের রানের দেখা নেই। তিনি শেষবার সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে ডে-নাইট টেস্টে। তার পর থেকে তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাট মাঠে নামেন ৫৭টি ইনিংসে। অথচ একবারও তিন অঙ্কে পৌঁছতে পারেননি তিনি।
ওয়াংখেড়েতে কোহলির টেস্ট রেকর্ড দারুণ হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বিরাট অনুরাগীরা। মুম্বইয়ে এর আগে ৪টি টেস্টের ৬টি ইনিংসে কোহলি ৭২.১৬ গড়ে ৪৩৩ রান সংগ্রহ করেছেন। ওয়াংখেড়েতে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠের শেষ টেস্টে কোহলি সংগ্রহ করেছিলেন ২৩৫ রান। যদিও প্রথম ইনিংসে সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন বিরাট।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস