করোনার ঋণে গাড়ি ক্রয়, নাইটক্লাবে ফুর্তি

অন্য এক দিগন্ত | Dec 03, 2021 08:03 am
করোনার ঋণে গাড়ি ক্রয়, নাইটক্লাবে ফুর্তি

করোনার ঋণে গাড়ি ক্রয়, নাইটক্লাবে ফুর্তি - ছবি : সংগৃহীত

 

করোনাভাইরাসের কারণে অনেকেই ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে। তাদেরকে স্বস্তি দিতে গত বছর মার্কিন ফেডারেল সরকার নির্দিষ্ট কিছু ব্যবসায়ী, স্বনিয়োজিত কর্মী, এনজিওকে স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পেচেক প্রটেকশন প্রোগ্রাম (পিপিপি) নামে পরিচিত হয় প্রায় দুই ট্রিলিয়ন ডলারের ওই তহবিল। ওই তহবিল থেকেই ১.৬ মিলিয়ন ডলার ঋণ নিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, নাইটক্লাবে ফুর্তি করার মতো কাজ করেছিলেন টেক্সাসের এক লোক। জালিয়াতি করে ওই অর্থ গ্রহণের দায়ে লোকটিকে ৯ বছরের কারাদ- দেওয়া হয়েছে।

তৃতীয় লি প্রাইস, ৩০, নামের ওই ব্যক্তি ভুয়া পেচেক প্রটেকশন প্রোগ্রাম ঋণ আবদন করা, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে।
দুর্যোগ তহবিলের অর্থ দিয়ে প্রাইস একটি ল্যাম্বোরগিনি উরাস, একটি ২০২০ ফোর্ড এফ-২৫০ পিকআপ, একটি রোলেক্স ঘড়ি ও রিয়েল এস্টেট ক্রয় করেন। তিনি হিউস্টনের একটি নাইট ক্লাবেও হাজার হাজার ডলার উড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি তার ঋণ আবেদনগুলোতে তার নিযুক্ত কর্মীর সংখ্যা ও বেতন সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছিলেন। এমনকি এমন এক লোকের নামেও ঋণ আবেদন তিনি করেছিলেন, যে আবেদন দাখিলের আগেই মারা গিয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঋণের সাত লাখ ডলার উদ্ধার করেছে।
প্রাইসের আইনজীবী টম বার্গ বলেন, তার মক্কেল আশা করছেন যে অন্যরাও বুঝতে পারবে যে সহজ অর্থ বলে কিছু নেই। তিনি ১১০ মাস সময় পাবেন তার বেহিসাবি জীবন সম্পর্কে চিন্তাভাবনা করতে, অনুশোচনা করতে ও নতুন করে গড়ে তুলতে।

সূত্র : ইউএসটুডে

নিউ ইয়র্কের বেসরকারি, ধর্মীয় স্কুলে টিকা বাধ্যতামূলক হচ্ছে চলতি মাসেই

নিউ ইয়র্ক সিটির ধর্মীয় স্কুলগুলোর কর্মীদের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ২০ ডিসেম্বরের মধ্যেই ক্যাথলিক স্কুল, ইহুদিদের স্কুলের মতো প্রতিষ্ঠানের কর্মীদের করোনার টিকা গ্রহণ করতে হবে।

এক বিবৃতিতে মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আমরা আমাদের ছাত্র ও স্কুল কর্মীদের সুরক্ষিত রাখার জন্য আমাদের সামর্থ্যরে মধ্যে থাকা সবকিছু করব। আমাদের সমাজ ও নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সীদের নিরাপদ রাখতে বেসরকারি স্কুলকর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

এর ফলে নগরীর ৯ শতাধিক স্কুলের প্রায় ৫৬ হাজার লোককে টিকা গ্রহণ করতে হবে।
এর আগে শিক্ষা বিভাগের কর্মীদৈর টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পুলিশ অফিসার ও সিটি কর্মীদেরও টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়।

এদিকে চলতি সপ্তাহেই কারেকশন অফিসারদের টিকা গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে। মঙ্গলবারের মধ্যে কেউ টিকা গ্রহণ না করলে তিনি বেতন পাবেন না।
ডি ব্লাজিও সম্ভাব্য লোকবল ঘাটতি পূরণ করার জন্য স্বাভাবিক আট ঘণ্টার ডিউটি ১২ ঘণ্টায় বাড়ানোর জন্য ক্ষমতা জেল কর্তৃপক্ষকে দিয়েছেন।

টিকা গ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যাপক চেষ্টা চলেছে। স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন ইত্যাদি বিভাগ থেকে টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলন হয়। তবে আদালত টিকা বাধ্যতামূলক করার পক্ষে রায় দেয়।
ডি ব্লাজিও ধীরে ধীরে টিকা বাধ্যতামূলক করার প্রয়াস বাড়িয়ে চলেছেন। তবে স্কুলকর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা সম্ভবত হবে মেয়র হিসেবে তার এ ধরনের শেষ নির্দেশনা। তিনি তার উত্তরসূরী এরিক অ্যাডামসের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us