পর্ক, বিফ বাদ দিয়ে ‘হালাল গোশতের’ পরামর্শ ভারতীয় ক্রিকেট বোর্ডের!

অন্য এক দিগন্ত | Nov 24, 2021 06:59 am
পর্ক, বিফ বাদ দিয়ে ‘হালাল গোশতের’ পরামর্শ ভারতীয় ক্রিকেট বোর্ডের!

পর্ক, বিফ বাদ দিয়ে ‘হালাল গোশতের’ পরামর্শ ভারতীয় ক্রিকেট বোর্ডের! - ছবি : সংগৃহীত

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। এর আগ দিয়ে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি ডায়েট চার্ট তৈরি করা হয়েছে। তাতে ভারতীয় খেলোয়াড়দের হালাল করা গোশত খাওয়ার পরামর্শ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। শুয়োর (পর্ক) বা গরুর মাংস (বিফ) এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন খেলোয়াড়দের ওপর খাবারের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে, তা নিয়ে একটি মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে।

বিতর্ক ক্রমশ বাড়তে থাকার মধ্যে ইন্ডিয়া টুডে'তে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘এটা (ডায়েট চার্ট) নিয়ে কখনো আলোচনা হয়নি এবং জোর করে চাপিয়ে দেয়া হবে না। আমি জানি না যে কখন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বা আদৌও নেয়া হয়েছে কিনা। আমি যতদূর জানি, তাতে আমরা কখনো ডায়েট সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশিকা জারি করিনি। খাদ্যাভ্যাসের বিষয়টি পুরোপুরি খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে বিসিসিআইয়ের কোনো ভূমিকা নেই।’

তিনি আরো বলেন, ‘বিসিবিআই কখনো খেলোয়াড়দের পরামর্শ দেয় না যে কী খেতে হবে এবং কী খেতে হবে না। নিজেদের পছন্দের মতো খাবার খাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা আছে। তারা নিরামিষাশী থাকবেন কিনা, সেটা তাদের ওপর নির্ভর করে। তারা ভেগান হবেন নাকি আমিষ খাবেন, তা পুরোপুরি তাদের পছন্দের বিষয়।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

মেসি-রোনালদোর সাথে ফিফা বর্ষসেরার তালিকায় সালাহ
মেসি, নেইমার, রোনালদো, সালাহ না অন্য কেউ হবেন এই মরশুমের ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলার? উত্তর জানতে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

প্রতি বছরের মতো এবারো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে। সদ্য কোপা আমেরিকার শিরোপা জিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা জয়ের খরা কাটানো লিওনেল মেসির প্রত্যাশামতো জায়গা হয়েছে এই মনোনয়নের তালিকায়।

তার সাথে এই তালিকায় রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তথা ক্লাব ফুটবলে মেসির সতীর্থ নেইমার জুনিয়র। জায়গা হয়েছে সদ্য ম্যাঞ্চেস্টারে পা রাখা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই তিন মহারথীর সাথে মনোনয়ন তালিকাতে জায়গা হয়েছে মিসরীয় তারকা ফুটবলার লিভারপুল ক্লাবের হয়ে খেলা মোহম্মদ সালাহর।

উল্লেখ্য, সোমবার ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১১ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা হওয়ার দৌড়ে সেখানে মেসি-রোনালদো-নেইমার-সালাহসহ মোট ১১ জন ফুটবলারের নাম রয়েছে।

তালিকায় রয়েছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনহো, বায়ার্নের রবার্ট লেওয়ানডোস্কি, পিএসজি তথা ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমারা।

একনজরে দেখে নিন ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা ১১ জনের তালিকা

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি)

২) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)

৩) নেইমার (ব্রাজিল ও পিএসজি)

৪) জর্জিনহো (ইতালি ও চেলসি)

৫) এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি)

৬) কিলিয়ান এমবাপে (ফ্রান্স ও পিএসজি)

৭) মোহাম্মদ সালাহ (মিসর ও লিভারপুল)

৮) রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

৯) করিম বেঞ্জেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)

১০) কেভিন ডে ব্রুইনা (বেলজিয়াম ও ম্যাঞ্চেস্টার সিটি)

১১) আর্লিং হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড)

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us