তবুও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মেসিরা

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 17, 2021 02:08 pm
তবুও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মেসিরা

তবুও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মেসিরা - ছবি সংগৃহীত

 

ঘরের মাঠে জয় পায়নি আর্জেন্টিনা। তবে বলা ভালো, আর্জেন্টিনাকে জিততে দেয়নি ব্রাাজিল। তাতে অবশ্য মেসিদের কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া রোখা যায়নি।

নেইমারহীন ব্রাজিলের টানা ১৩ ম্যাচ জয়ের রথ লিওনেল মেসির টিম থামিয়ে দিয়েছে ঠিকই। তবে গোল অধরাই থেকেছে মেসির। পিএসজি তারকা গোল পাননি, তাই গোলের মুখও খোলেনি আর্জেন্টিনার। এমনকি নেইমারহীন ব্রাজিলও গোল করতে পারেনি। যে কারণে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো যুযুধান দুই পক্ষকে। তবে ম্যাচ ড্র করেও কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলল আর্জেন্টিনা।

ঘরের মাঠ, চেনা পরিবেশ, চেনা সমর্থকদের মাঝে থেকেও জয়ের মুখ দেখতে পারল না মেসির দেশ। তবে গোটা ম্যাচে যে গোলের জন্য তারা চেষ্টা করেনি, এমনটা নয়। ম্যাচের শুরু থেকেই অনেক সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা শিবির। তবে গোলের মুখ খোলার জন্য যে জোর দেয়াটা প্রয়োজন ছিল, সেটার কোথাও একটা অভাব রয়ে গিয়েছিল। লিওনেল মেসিকে এ দিন বেশ নিষ্প্রভই দেখিয়েছে। কাতার বিশ্বকাপে তারা জায়গা পাকা নিয়েছে, এটুকুই যা প্রাপ্তি।

দি' মারিয়ার একটি শট বারপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। সেটা গোলের ভালো সুযোগ ছিল। এ ছাড়াও মেসি বারবার প্রতিপক্ষের ডি-বক্সের সামনে পৌঁছেও গোলের মুখ খুলতে পারেননি। গোটা ম্যাচে মেসির একমাত্র উল্লেখযোগ্য শট এসেছিল খেলার শেষের দিকে। যদিও সেই সুযোগও তিনি হাতছাড়া করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ এগোতে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। দুই পক্ষের কেউ-ই গোলের মুখ খুলতে পারেনি। যার নিট ফল ম্যাচ ড্র হয়ে যায়। যাইহোক এর আগে দক্ষিণ আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এর আগে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ব্রাজিল। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১১টি জয় ও ১টি ড্র সহকারে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা আবার ৫ ম্যাচ খেলে ৮টি জিতেছে, ৫টি ড্র করেছে।

এ দিকে বলিভিয়ার কাছে ৩-০ গোলে হেরে চাপে পড়ে গেল উরুগুয়ে। তাও নির্ধারিত সময়ের শেষ ১৬ মিনিট ১০ জনে খেলেছে বলিভিয়া। ১৪ ম্যাচ কেলে উরুগুয়ে মাত্র ৪টিতে জিতেছে। ৩টি ড্র করেছে। ৭টি ম্যাচ হেরেছে। রয়েছে তালিকার ৭ নম্বরে। স্বাভাবিক ভাবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে একটু চাপেই পড়ে গিয়েছে উরুগুয়ে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ইতালির অপেক্ষা বাড়িয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেল সুইজারল্যান্ড
নর্দান আয়ারল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার আশা শেষ হয়ে গেছে ইতালির। গতকাল বেলফাস্টের উইন্সডর পার্কে স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ-সি’র শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতো আজ্জুরিরা, সেই সাথে কাতারে খেলাও নিশ্চিত হয়ে যেত। কিন্তু অনেকটাই সহজ সুযোগটি হাতছাড়া করে হতাশ করেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা।

এই সুযোগে ইতালির সাথে সমান ১৫ পয়েন্ট নিয়ে ম্যাচ শুরু করা সুইজারল্যান্ড শেষ ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কাতারের টিকিট নিশ্চিত করেছে। ৮ ম্যাচে ৫ জয় ও ৩টি ড্রসহ ১৮ পয়েন্ট নিয়ে সুইসরা বাছাইপর্বে গ্রুপ-সি’র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
রবার্তো মানচিনির দল গ্রুপের শীর্ষস্থানেই থেকেই কাল ম্যাচ শুরু করেছিল। এই ড্রয়ে আগামী মার্চে প্লে-অফ খেলতে বাধ্য হলো ইতালি। আগের আসরেও সুইডেনের কাছে প্লে-অফে পরাজিত হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছিল আজ্জুরিরা।

কাল ম্যাচ শেষে হতাশ মানচিনি বলেছেন, ‘এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই, সবাই দেখেছে কি হয়েছে। আমরা গোল করতে ব্যর্থ হয়েছি। যদিও ম্যাচের নিয়ন্ত্রন আমাদের হাতেই ছিল। এটা সত্যিই লজ্জার বিষয়। এই ম্যাচের আগেই আমাদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা উচিত ছিল।’

২০২০ ইউরো চ্যাম্পিয়নশীপ জেতার পর বিশ্বকাপ বাছাইপর্বে বেশ কিছু ব্যর্থতা সত্তেও কাতারের মূল পর্বে খেলার ব্যপাওে আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছেন মানটিনি। মার্চে বাছাইপর্বে ইতালি প্রথম তিনটি ম্যাচেই জয়ী হয়েছিল। কিন্তু তারপর চারটি ম্যাচে ড্র করে পয়েন্ট হারায়। মাঝে ছোট দল লিথুনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল। কিন্তু সুইসদের বিপক্ষে দুটি ম্যাচেই পেনাল্টি মিস করে ড্র করতে বাধ্য হয়। এ সম্পর্কে মানচিনি বলেন, ‘গ্রুপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আমরা দুটি পেনাল্টি মিস করেছি। এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রন আমাদের হাতেই ছিল। কিন্তু সুযোগগুলো কাজে না লাগিয়ে আমরা পুরো বিষয়টি কঠিন করে তুলেছি। খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। প্লে-অফে জেতার ব্যপারে আমি শতভাগ আশাবাদী।’

বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে ইনজুরির কারনে মানচিনি দলে পাননি অধিনায়ক ও রক্ষনভাগের মূল ভরসা গিওর্গিও চিয়েলিনি, তারকা স্ট্রাইকার সিরো ইমোবিলে ও গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে। সুইসদের বিপক্ষে শুক্রবার ড্র হওয়া ম্যাচটি থেকে দুটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন মানচিনি। আক্রমণভাগে শক্তি বাড়ানোর জন্য ডোমেনিকো বেরারদি ছাড়াও ম্যানুয়েল লোকাত্তেলির স্থানে মধ্যমাঠে নামিয়েছিলেন সান্দ্রো টোনালিকে। যদিও লোরেঞ্জো ইনসিগনেকে তার স্থান থেকে সড়িয়ে নতুন একটি ফর্মেশন তৈরীর পরিকল্পনা নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে কাজে আসেনি। উইন্সডর পার্কের উচ্ছসিত সমর্থকদের সামনে আজ্জুরিরা কিছুটা পিছু হঠতে বাধ্য হয়। আক্রমণভাগেও তেমন কোনো ভালো সুযোগ তারা তৈরী করতে পারছিল না। ১৭ ও ২৮ মিনিটে ইনসিগনের দুর্বল শট ও ফেডেরিকো চিয়েসার অফসাইডে দুটি ভালো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

বিরতির চার মিনিট পর ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল নর্দান আয়ারল্যান্ড। জামাল লুইসের লো পুল-ব্যাক থেকে জর্জ সেভিয়ার দারুন এক লো শট কোনোমতে রুখে দেন গিয়ানলুইগি ডোনারুমা।

ইতালির পয়েন্ট হারানোর দিনে সুইসদের এগিয়ে যাওয়া আরো সহজ হয়ে যায়। লজার্নে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আর ফিরে তাকাতে হয়নি স্বাগতিক সুইজারল্যান্ডকে। নোহা ওকাফোরের হেডে বিরতির তিন মিনিটের মধ্যেই এগিয়ে যায় সুইসরা। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রুবেন ভারগাস। মারিও গাভরানোভিচের গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ৭২ মিনিটে বদলী খেলোয়াড় সেডরিক ইত্তেনের গোলে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত হয়। ইনজুরি টাইমে রেমো ফ্রয়লার বুলগেরিয়ার জালে আরো এক গোল দিলে বড় জয় নিয়েই কাতারের টিকিট হাতে পায় সুইসরা।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us