পরাজয়কে লজ্জা হিসেবে অভিহিত করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক

অন্য এক দিগন্ত | Nov 15, 2021 06:57 am
পরাজয়কে লজ্জা হিসেবে অভিহিত করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক

পরাজয়কে লজ্জা হিসেবে অভিহিত করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক - ছবি : সংগৃহীত

 

পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে দলটি। সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ। কিন্তু ফাইনালটা নিজেদের হলো না নিউজিল্যান্ডের। হারতে হলো অস্ট্রেলিয়ার কাছে। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বললেন, নিজেদের কাজটি তারা ঠিকমতো করতে পারেননি, এটা লজ্জার।

রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। কিউইদের করার ১৭২ রানের জবাবে সাত বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে কেন উইলিয়ামসন বলেন, ‘আজ হয়নি, কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। ছেলেরা দায়বদ্ধ ছিল আমরা যা কিছু করতে চেয়েছি তার প্রতি। এখানে অনেকের হৃদয় ভেঙেছে। তবে জয়ী দলে থাকা সবসময় সুন্দর। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে চাই। তবে নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি আমরা, এটা লজ্জার।’

লক্ষ্যটা আরো বেশি দিতে পারলে ভালো হতো। তবে যা ছিল তাও চ্যালেঞ্জের। কেন বলেন, ‘আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি, উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটি হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতো। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘ভালো সংগ্রহ গড়েছেন কি না, এটা কখনোই বুঝতে পারবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে অনেক দূর যেতে পারিনি। অস্ট্রেলিয়ার কৃতিত্ব আছে। তারা দাপটের সাথে রান তাড়া করেছে, আমাদের কোনো সুযোগ দেয়নি।’

সবার জন্যই এটা গর্বের : ফিঞ্চ

প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়। আনন্দের আতিশয্যে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, এটা সবার জন্যই গর্বের।

রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। কিউইদের করার ১৭২ রানের জবাবে সাত বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় ফিঞ্চ বলেন, ‘এটা আসলেই বড় কিছু। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো করে দেখালো। আমাদের লড়াই করতে হতো, সেটি আমরা করেছি। বিশ্বাস করতে পারছি না ওয়ার্নারকে কয়েক সপ্তাহ আগেও সবাই শেষ বলে দিয়েছিল।’

ফিঞ্চ আরো বলেন, ‘আমার মতে জ্যাম্পা ছিল এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, দুর্দান্ত খেলোয়াড় সে। মিচেল মার্শ কি দুর্দান্ত খেলেছে, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে। ওয়েড ইনজুরি শঙ্কা নিয়ে এসে কাজটা করে গেছে। স্টয়নিসও নিজের কাজ করেছে।’

অধিনায়ক হিসেবে নিজেও অনেক খুশি ফিঞ্চ। তবে এমন সাফল্যে সবাইকে স্মরণ করলেন তিনি। তার মতে, এটা গর্বের সবার জন্যই। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। ছেলেরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, এটা গর্বের।’


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us