হাফিজের হাত ফস্কে যাওয়া বলে ওয়ার্নারের 'বিতর্কিত ছক্কা' : এবার মুখ খুললেন ভাজ্জি

অন্য এক দিগন্ত | Nov 13, 2021 06:50 am
হাফিজের হাত ফস্কে যাওয়া বলে ওয়ার্নারের 'বিতর্কিত ছক্কা' : এবার মুখ খুললেন ভাজ্জি

হাফিজের হাত ফস্কে যাওয়া বলে ওয়ার্নারের 'বিতর্কিত ছক্কা' : এবার মুখ খুললেন ভাজ্জি - ছবি : সংগৃহীত

 

টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে গেছে। সেমিফাইনালে তারা পাকিস্তানকে পরাজিত করেছে। আর আগামী রোববার তারা নিউজিল্যান্ডের মোকাবেলা করবে ফাইনালে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

তবে সেমিফাইনালের একটি ঘটনার রেশ এখনো কাটছে না।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে একটি ছক্কা হাঁকানো নিয়ে আলোচনা এসেছেন ডেভিড ওয়ার্নার। অজি ওপেনার ওয়ার্নার পাকিস্তানি স্পিনার মোহাম্মদ হাফিজের ডেলিভারিতে একটি ছক্কা হাঁকিয়ে ছিলেন। যা নিয়ে ম্যাচের দু'দিন পরও আলোচনা অব্যাহত রয়েছে। হাফিজের হাত থেকে বলটি ফসকে যাওয়ায় তা পিচে পড়ে দু'বার বাউন্স খেয়ে আসে ওয়ার্নারের কাছে।

কার্যত 'ডেড-বল'টিকে ওয়ার্নার কাজে লাগান। উইকেট ছেড়ে লেগ স্টাম্পের অনেকটা বাইরে বেরিয়ে আসেন ওয়ার্নার। তার সর্বশক্তি দিয়ে ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে বলটিকে স্ট্যান্ডে পাঠিয়ে দেন। এই কাজের জন্য সমালোচিত হয়েছেন ওয়ার্নার। গৌতম গম্ভীরের মতো প্রাক্তন বিশ্বকাপ জয়ী প্রশ্ন তুলেছেন ক্রিকেটের স্পিরিট নিয়ে। গম্ভীর তার পোস্টে অশ্বিনকে ট্যাগ করেছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেননি কোনো।

ভারতের অভিজ্ঞ স্পিনার হরভজন সিং তার ইউটিউব চ্যানেলে বলেন, "বিষয়টি নিয়মের মধ্যেই। কিন্তু এমনটা হওয়া উচিত ছিল না। এতে ভালো বার্তা যায় না। আমরাও অতীতে এমন সুযোগ পেয়েছিলাম। কিন্তু এরকম কাজ করিনি।"

রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। পাকিস্তানের ১৭৬ রান তাড়া করতে নেমে ওয়েড-স্টোইনিস যুগলবন্দি শেষ চার ওভারে ম্যাচে পকেটে পুরে ফেলেন। আর এই ম্যাচে ওয়ার্নার অ্যারন ফিঞ্চের সাথে ওপেন করতে নেমে ৩০ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। যদিও অনেকের মতে ওয়ার্নার জেতার জন্যই স্মার্ট ক্রিকেট খেলে ৬ আদায় করে নিয়েছেন।

সূত্র : জি নিউজ

ছক্কা হাঁকানো ছিল লজ্জাজনক : গম্ভীর
টি টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের হাত পিছলে বেরিয়ে যাওয়া বলে ছক্কা মারায় ডেভিড ওয়ার্নারের তীব্র নিন্দা করলেন ভারতে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বিষয়টিকে লজ্জাজনক ও ক্রিকেটের স্পিরিটবিরোধী আখ্যা দেন।

অস্ট্রেলিয়া ইনিংসের অষ্টম ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবার আজম বল তুলে দেন মোহাম্মদ হাফিজের হাতে। প্রথম বল করতে গিয়েই দেখা দেয় বিপত্তি। ডেলিভারির সময় বল হাফিজের হাত থেকে পিছলে যায়। পিচে ২ বার ড্রপ করে বল পৌঁছয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের কাছে। ওয়ার্নার স্টেপ-আউট করে ছক্কা হাঁকান ওই বলে। ডেভিড এগিয়ে না এলে তার কাছে পৌঁছনোর আগে বল পিচে আরো কয়েকবার ড্রপ করত নিশ্চিত।

সচরাচর ব্যাটসম্যানরা ক্রিকেটের স্পিরিট মেনে এমন ক্ষেত্রে শট নেন না এবং আম্পায়ার ডেড-বল ঘোষণা করেন। তবে এক্ষেত্রে ব্যাটসম্যান শট নেয়ায় আম্পায়ার বলটিকে নো-বল ঘোষণা করেন।

ওয়ার্নারের এমন আচরণে বেজায় চটেছেন গম্ভীর। তিনি টুইট করে বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দেন এবং ক্রিকেটের স্পিরিটের করুণ ছবি বলেও উল্লেখ করেন।

পরে স্টার স্পোর্টসের আলোচনায় টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বলেন, ‘শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা সব বিষয়েই টুইট করেন। বড়বড় কথা বলেন। এখন তারা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে লম্বা-চওড়া কথা বলেন পন্টিংরা, ওয়ার্নারের বেলায় কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের দোষ দেখা সহজ কাজ। নিজেদের প্লেয়ার নিয়ে কথা বলা কঠিন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us