অতি ধনী পেলোসিও কর দিতে চান না!
অতি ধনী পেলোসি - ছবি : সংগৃহীত
তার নাম ন্যান্সি পেলেসো। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার। তিনি হলেন মার্কিন কংগ্রেসের ষষ্টতম ধনী সদস্য। তার সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলারের বেশি। সেই তিনিই প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৭৫ ট্রিলিয়ন ডলারের সামাজিক ব্যয় বিলে ‘বিলিয়নিয়ার ট্যাক্স’ নির্ধারণে আপত্তি জানিয়েছেন।
বলা হচ্ছে, ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাট ধনী করকে ‘প্রচারণার চমকবাজি’ হিসেবে অভিহিত করেছেন।
এক সিনিয়র ডেমোক্র্যাটিক সহকারী জানিয়েছেন, হোয়াইট হাউস যখন সামাজিক ব্যয় পরিকল্পনার হালনাগাদ করা কাঠামো দাখিল করেছিলেন, তখন সিনেট ফিন্যান্স কমিটির চেয়ার রন ওয়েডেন বিলিয়নিয়ার ট্যাক্সটি চূড়ান্ত করেননি।
‘বিলিয়নিয়ার ট্যাক্স’ নিয়ে হাউস ডেমোক্র্যাটদের যে কয়েকজন সদস্য আপত্তি উত্থাপন করেছেন, তাদের অন্যতম এই পেলোসি। কারণ হিসেবে বলা হচ্ছে, এর প্রভাব পড়বে আমেরিকার সবচেয়ে ধনী প্রায় ৭৫০ জনের ওপর।
হাউস ওয়েস অ্যান্ড মিন্স কমিটির সদস্য ড্যান কিলদি বলেন, এটা ¯্রফে চমকবাজি।
ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, যাদের আয় বছরে ১০ মিলিয়ন ডলারের বেশি, সামাজিক ব্যয় বিলে তাদের ওপর তিন ভাগ করে কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
আমেরিকান কংগ্রেসের অন্যতম ধনী সদস্য হিসেবে পরিচিত পেলোসি। ক্যাম্পেইন ফিন্যান্স ট্র্যাকার ওপেনসিক্রেটসের মতে, ২০১৮ সালে তার নেট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১১৪ মিলিয়ন ডলার। আর জুলাই মাসে গোব্যাংকিংরেটস ওয়েবসাইটের হিসাবে বলা হয়, তার নেট সম্পত্তির মূল্য ১২০ মিলিয়ন ডলার।
ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, গত বছর কংগ্রেসের সেরা ছয় ধনী ছিলেন যথাক্রমে গ্রেগ জিয়ানফোর্ট, পল মিচেল, ভারনন বুকানন, ডন বেয়ার, ডিন ফিলিপস ও পেলোসি।
আর ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পিকার ৯ মিলিয়ন ডলার সংগ্রহ ও লাভ করেছেন। আর পেলোসির ক্যাম্পেইন কমিটি ১৯৮৯ সাল থেকে মোট ৬৩ মিলিয়ন ডলার তুলেছে।
অ্যান্ড্রু কোমোর যৌন-হয়রানি কেলেঙ্কারিতে ক্ষতি ৫.১ মিলিয়ন ডলার
বিষয়টি কোমোর জন্য মানানসই বলতে হবে। নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর যৌন-হয়রানি কেলেঙ্কারির জন্য করদাতাদের খসাতে হচ্ছে ৫.১ মিলিয়ন ডলার। তার কেচ্ছা-কাহিনী তদন্তের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে।
তদন্তে সহায়তার জন্য বাইরে থেকে নিয়োগ করা আইনি প্রতিষ্ঠান ডেভিস পোক অ্যান্ড ওয়ার্ডওয়েলের সাথে যে চুক্তি হয়েছে, তাতে অতিরিক্ত ৪,৮৭০,০০০ ডলার প্রদানের কথা রয়েছে। রাজ্যের কম্পট্রোলার টম ডিন্যাপোলির অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিমাণটি কিন্তু কম কিছু নয়। গত ২০ ও ২১ এপ্রিল যখন প্রথম চুক্তি সই হয়েছিল, তখন আর্থের পরিমাণ ছিল আড়াই লাখ ডলার। কিন্তু এখন তা বেড়ে হয়েছে ৫,১২০,০০০ ডলার।
বিষয়টি এখানেই শেষ নয়। চার আইনজীবীকে ঘণ্টায় ৬০০ ডলার করে এবং সেইসাথে প্রায় আট মাস আগে মধ্য মার্চে শুরু হওয়া কাজের জন্য ঘণ্টায় আরো প্রায় আড়াই শ’ ডলার করে দিতে হচ্ছে।
অভিশংসন তদন্ত গত আগস্টে স্থগিত হয়ে গেলেও কমিটি তার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে এবং প্রতিষ্ঠানটির প্রতিবেদন পর্যালোচনা করতে আইনপ্রণেতারা আগামী সপ্তাহে আলবেনি যাচ্ছেন।
জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চার্লস ল্যাভিডন (ডি-এলআই) জানিয়েছেন, প্রতিবেদনে শত শত নথিপত্র, রেকর্ড, মেসেজ, মেমো, ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য সামগ্রীর বিশ্লেষণ থাকবে। এছাড়া থাকবে ১৬৫ জন সাক্ষীর সাক্ষাতকার।
প্রতিবেদনে কেবল কোমোর যৌন-হয়রানির বিষয়টিই থাকবে না। এর সাথে থাকবে কোভিড-১৯ নার্সিং হোম ডাটা এবং সরকারি কর্মীদের ব্যবহার করে তার ‘আমেরিকান ক্রাইসিস: লিডারশিপ লেসন্স ফ্রম কোভিড-১৯ প্যান্ডামিক’ গ্রন্থটি লেখার অভিযোগ নিয়েও তদন্ত প্রতিবেদন।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত আসলে মাত্র ২৫ লাখ ডলার ব্যয় হয়েছে। তবে এম্পায়ার সেন্টার ফর পাবলিক পলিসির ক্যাম ম্যাকডোনাল্ড জানিয়ছেন, এটা ছোট্ট অংশ মাত্র। পুরো ব্যয় ৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
সূত্র : দি পোস্ট