রশিদ খানকে ভয় পাচ্ছেন কোহলিরা

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 02, 2021 05:14 pm
রশিদ খানকে ভয় পাচ্ছেন কোহলিরা

রশিদ খানকে ভয় পাচ্ছেন কোহলিরা - ছবি সংগৃহীত

 

টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা আছে, তাও নির্ভর করছে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ওপর। ওই ম্যাচগুলোর একটিতেও যদি ভারত হেরে যায়, তবে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সাথে সাথে শেষ হয়ে যাবে। বিপরীতক্রমে, আফগানিস্তান যদি বুধবারের ম্যাচে ভারতকে হারাতে পারে, তবে তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে।

উল্লেখ্য, বিশ্বকাপের বি গ্রুপে মঙ্গলবারের খেলার আগে পর্যন্ত পাকিস্তান ৩টি ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে পা দিয়ে রেখেছে। দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। তিন ম্যাচে তারা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।

অর্থাৎ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে বুধবার (৩ নভেম্বর) বিশ্বকাপের অবশিষ্ট আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে ভারতীয় দলকে। তবে তাদের পথের প্রধান কাঁটা হয়ে দাঁড়াবেন রশিদ খান। সম্ভাব্য ভারতীয় প্রথম ছয় ব্যাটারের বিরুদ্ধে অন্তত অতীতের পরিসংখ্যানে রশিদ নিজের দাপট দেখিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ের সম্ভবত সেরা স্পিনার রশিদ। তার টি-টোয়েন্টি পরিসংখ্যান চমকপ্রদ এবং যেকোনো প্রতিপক্ষেরই রাতের ঘুম উড়ানোর জন্য যথেষ্ট। ভারতীয়দের প্রথাগতভাবে স্পিনের বিরুদ্ধে ভালো খেলোয়াড় মনে করা হলেও বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, সকলেই স্পিনের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়েছেন। দুজনেই গত ম্যাচেও লেগ স্পিনের বিরুদ্ধে আউট হয়েছেন। এমনিই চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট, আর রশিদ থাকলে তো কথাই নেই। রশিদের বিরুদ্ধে স্ট্রাইক রেটের কথা ছেড়ে দিলেও ইশনা কিষাণ ছাড়া সকলকেই রশিদ আউট করেছেন।

রোহিত শর্মা : ১৬ বলে ১৯ রান : দুবার আউট

লোকেশ রাহুল : ৩০ বলে ১৮ রান : তিনবার আউট

বিরাট কোহলি : ২৪ বলে ২১ রান : একবার আউট

ইশন কিষাণ : ৫১ বলে ৬৪ রান : আউট হননি

ঋষভ পন্ত : ৬৮ বলে ৭৭ রান : দুবার আউট

হার্দিক পান্ডিয়া : ৩৭ বলে ২৭ রান : দুবার আউট

যদিও পূর্ব পরিসংখ্যানের বিচারে কিছু হয় না, তা ভারত নিজেরাও টের পয়েছ হাড়ে হাড়ে। তবে এই রেকর্ড টিম ইন্ডিয়ার ব্যাটারদের নিঃসন্দেহে চাপে রাখবে।

রশিদ খান কিন্তু ফর্মেও আছেন। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও বিশ্বকাপের মঞ্চে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন রশিদ খান। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট নেয়ার সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান আফগান স্পিনার। এই ম্যাচের পর আফগানিস্তান ও আইসিসির জার্সিতে রশিদের টি-২০ উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১। মোহাম্মদ হাফিজ হলেন রশিদের ১০০তম শিকার। পরে তিনি ফিরিয়ে দেন বাবর আজমকেও।

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। তার আগে এই মাইলফলক টপকে গিয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা, বাংলাদেশের শাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের টিম সাউদি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us