বিরাট কোহলির সাহসী স্বীকারোক্তি
বিরাট কোহলি - ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে ভারত। অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার উপক্রম ভারতের।
বিরাট কোহলিদের বিশ্বকাপের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর পরে স্কটল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ ভারতের। সে তিনটি ম্যাচ জিতলেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অনেক হিসাব-নিকাশের দিকে। ‘যদি’, ‘কিন্তু’র সমীকরণ না মিললে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল অধরাই থাকবে ভারতের।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে ধুঁকতে থাকা ভারতীয়রা নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১১০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় কিউইরা।
হারের কারণ প্রসঙ্গে ম্যাচ শেষ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, অদ্ভুত লাগছে। ব্যাট বা বল কোনোটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠের নামার পর থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। নিউজিল্যান্ড সে ব্যাপারে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। আমরা যেন শুরু থেকেই চাপে ছিলাম। ব্যাটিংয়ের সময় কেমন যেন দ্বিধাগ্রস্ত ছিলাম।
প্রত্যাশার চাপেই কি এরকম ফল হচ্ছে- এ প্রশ্নের জবাবে কোহলি বলেন, ভারতের হয়ে খেলতে নামলে প্রত্যাশা থাকবেই। সমর্থকদের থেকে নয়, বাকি খেলোয়াড়দের থেকেও প্রত্যাশা থাকে। তাই যে ম্যাচেই আমরা নামি না কেন, এই চাপটা সামলাতেই হবে। ভারতের হয়ে খেলতে গেলে এই চাপের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে। দল হিসেবে ঐক্যবদ্ধ হলে এই চাপ কাটিয়ে ওঠা যায়, যেটা আমরা গত দু’ম্যাচে করতে পারিনি। ভারতের বিরুদ্ধে খেলতে নামছে আর প্রত্যাশার চাপ থাকবে এটা ভেবে অন্য রকমভাবে খেলতে শুরু করলে চলবে না। তবে মনে হয় এখনো সব ঠিকই আছে। এখনো অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে।
গত রোববার টি-টোয়েন্টি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ে পাকিস্তান। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই প্রথম জয় পাকিস্তানের। লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে।
সূত্র : পার্সটুডে