সেই আসিফই পাকিস্তানকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন

অন্য এক দিগন্ত | Oct 30, 2021 07:30 pm
সেই আসিফই পাকিস্তানকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন

সেই আসিফই পাকিস্তানকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন - সেই আসিফই পাকিস্তানকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন

 

বরাবর ডাকাবুকে মেজাজের। শুধু ব্যাট হাতে নয়, বরং মানসিকতাতেও। এহেন আসিফ আলি ব্যক্তিগত জীবনে ভেঙে পড়েছিলেন ২ বছরের মেয়েকে হারিয়ে। ২০১৯ সালে যখন ক্যান্সার কেড়ে নেয় আসিফের মেয়ের জীবন, ওই ধাক্কা সামলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাই অসম্ভব দেখাচ্ছিল তারকা ক্রিকেটারের।

তবে ব্যক্তিগত জীবনের সেই ধাক্কাই আসিফকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে। হতাশা দূরে সরিয়ে সেই আসিফই এবার ব্যাট হাতে পাকিস্তানকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

এমনটা নয় যে, চলতি বিশ্বকাপ অভিযানে আসিফ আলিই পাকিস্তানের যাবতীয় আশা-ভরসা। বরং বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরাই পাকিস্তান দলের প্রধান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে পরপর দু'টি ম্যাচে প্রয়োজনের সময় আসিফ আলি যেভাবে ব্যাট চালিয়ে পাকিস্তানকে ম্যাচ জেতান, তাতে বাবরদের শক্তি ও আত্মবিশ্বাস কয়েকগুন বেড়েছে সন্দেহ নেই।

একদা আসিফ এক সাক্ষাত্কারে নিজেই জানিয়েছিলেন যে মেয়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় খেলায় মনোযোগ দিতে পারতেন না। সেটা অবশ্যই স্বাভাবিক। তিনি জানান, চিকিত্সার জন্য এক বছর ধরে মেয়েকে নিয়ে কখনো লাহোর, কখনো ইসলামাবাদ আবার কখনো করাচিতে ঘুরে বেড়িয়েছেন। হাসপাতাল বদলেছেন, ডাক্তার বদলেছেন, ওষুধ বদলেছেন। এমনকি আমেরিকায় নিয়ে গিয়েও চিকিত্সা করিয়েছেন। তবু বাঁচাতে পারেননি মেয়েকে।

ধাক্কা সামলে মাঠে নেমেছেন আসিফ। পিএসএলে দাপুটে ব্যাটিং করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না আসিফ। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতানোর পর তৃপ্ত দেখায় পাকিসতানি তারকাকে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় আসিফ ধন্যবাদ জানিয়েছেন তাদের সকলকে, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us