হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নামও পরিবর্তন হবে?

অন্য এক দিগন্ত | Oct 29, 2021 08:49 am
হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নামও পরিবর্তন হবে?

হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের নামও পরিবর্তন হবে? - ছবি : সংগৃহীত

 

নাম বদলে গেল ফেসবুকের সংস্থার (ফেসবুক কোম্পানি)। বৃহস্পতিবার রাতের দিকে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া সংস্থার নাম হচ্ছে ‘মেটা’। তবে সংস্থার তৈরি অ্যাপ- ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়্যাটসঅ্যাপের নাম পালটাচ্ছে না।

শুক্রবার (ইংরেজি মতে এবং বাংলাদেশ সময় অনুযায়ী) একাধিক টুইটবার্তায় ফেসবুকের তরফে বলা হয়, ‘ফেসুবকের সংস্থার নয়া নাম মেটার ঘোষণা করা হচ্ছে। মেটাভার্স তৈরি করতে সাহায্য করছে মেটা। যে মেটাভার্স হলো এমন একটি জায়গা, যেখানে আমরা থ্রিডি মাধ্যমে খেলব এবং যোগাযোগ স্থাপন করব। সামাজিক যোগসূত্রের নয়া অধ্যায়ে স্বাগত।’ আরো বলা হয়, ‘আমরা যে অ্যাপগুলো তৈরি করি- ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপ, সেগুলোর নাম একই থাকবে।’

এমনিতে সম্প্রতি একাধিক বিতর্কে জড়িয়েছে ফেসবুক। বাজারের দখল, অ্যালগরিদম এবং নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় পড়েছে। তারইমধ্যে ‘রিব্র্যান্ডিংয়ের’ পথে হেঁটেছে ফেসবুক। সংস্থার সিইও মার্ক জাকারবার্গ দাবি করেছেন, আপাতত ফেসবুক বলতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পরিষেবার (ফেসবুক) দিকে মানুষের নজর যাচ্ছিল। তার কথায়, ‘এই মুহূর্তে আমাদের যে ব্র্যান্ড, তা একটিমাত্র প্রোডাক্টের (পড়ুন ফেসবুক) সাথে এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত যে আমরা যা যা করছি, তার সম্ভবত প্রতিনিধিত্ব করতে পারছে না।’ সেইমতো ক্যালফোর্নিয়ায় সংস্থার সদর দফতরে ‘মেটার’ নয়া লোগোর উন্মোচন করা হয়েছে।

উল্লেখ্য, যে মেটাভার্স তৈরির কথা বলেছে ফেসবুক, সেই শব্দ প্রথম ব্যবহার করা হয়েছিল তিন দশক আগে এক কাল্পনিক উপন্যাসে। তবে সম্প্রতি সেই ধারণা আবারও আমেরিকার সিলিকন ভ্যালিতে নতুন করে উন্মাদনা করেছে। যে মেটাভার্স বলতে এমনই একটা ভার্চুয়াল পরিবেশ, যা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মানুষ ব্যবহার করতে পারবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us