৭ শর্তে আরিয়ানের জামিন!
৭ শর্তে আরিয়ানের জামিন! - ছবি : সংগৃহীত
বলিউডে টেনশনের অপর নাম বৃহস্পতিবার। পরদিনই যে সিনেমা রিলিজ। কিন্তু এই বৃহস্পতিবার গোটা ইন্ডাস্ট্রিতেই বয়ে আনল স্বস্তির হাওয়া। মাদক মামলায় অবশেষে জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। বম্বে হাইকোর্টের রায়ে ২৬ দিনের টানাপোড়েন কাটিয়ে হাসি ফুটল বলিউড বাদশার মুখে। বাজি ফাটল ‘মান্নাত’-এর সামনে। পরের সপ্তাহে দীপাবলি। তার থেকেও বড় কথা আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। সব ঠিক থাকলে পরিবারের সাথেই উৎসবে শামিল হতে পারবেন আরিয়ান। ‘মান্নাত’-এ ফের রান্না হবে ক্ষীর।
বৃহস্পতিবার আরিয়ানের জামিনের দিনেই আদালতের তরফে ‘রক্ষাকবচ’ পেয়েছেন এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। বম্বে হাইকোর্ট জানিয়েছে, তাকে গ্রেফতার করতে হলে তিন দিন আগে নোটিশ দিতে হবে মুম্বাই পুলিশকে।
মঙ্গল-বুধ, পরপর দু’দিনের শুনানি ছিল অসমাপ্ত। এদিন দীর্ঘ সওয়াল-জবাবের পর শর্তসাপেক্ষে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি এন সামব্রে। তবে জামিনের শর্তগুলো এদিন জানায়নি আদালত। আজ, শুক্রবার বেলা আড়াইটার সময় ফের শুনানি হবে। সেখানেই বিস্তারিত রায় দেবেন বিচারপতি।
আরিয়ানের জামিনের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে আর মাধবন, সোনু সুদ, মালাইকা অরোরা, শানায়া কাপুরের মতো একঝাঁক বলি তারকাকে। টিভি অভিনেতা আমির আলির মা পর্যন্ত উচ্ছ্বসিত এই খবরে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সন্ধ্যায় উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে ‘মান্নাত’-এর সামনে। আতসবাজি পুড়িয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত উদযাপন করতে দেখা যায় এসআরকে-ফ্যানদের। আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছেন, ‘আজ আনন্দে কেঁদে ফেলেছেন শাহরুখ।’
আরিয়ান খানের গ্রেফতারি অবৈধ— এদিন মূলত এই বিষয়টিকে সামনে রেখেই আদালতে সওয়াল শুরু করেন রোহতগি। বলেন, তার মক্কেলের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। মাদক নেয়ার কোনো প্রমাণও মেলেনি। তাই জামিন নাকচ হলে তা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করারই শামিল। পাশাপাশি, পরে গ্রেফতারি পরোয়ানাতে এনডিপিএস আইনের ২৯ নম্বর (ষড়যন্ত্র) ধারা যোগ করা নিয়েও প্রশ্ন তোলেন রোহতগি।
পাল্টা এনসিবির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (এএসজি) অনিল সিং জানান, আরিয়ানকে গ্রেফতারের চার ঘণ্টা পর ওই ধারা যোগ করা হয়েছে। তাই প্রথমে অ্যারেস্ট মেমোয় তার উল্লেখ ছিল না। এমনকি, আরিয়ানের বিরুদ্ধে ক্রুজে বেশ ভালো পরিমাণে মাদক কেনাবেচার অভিসন্ধি ছিল বলেও অভিযোগ তোলে এনসিবি। এক্ষেত্রে তাদের হাতিয়ার আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট। সওয়াল-জবাবের মধ্যেই অবশ্য তিনজনেরই জামিন মঞ্জুর করে দেন বিচারপতি।
অন্যদিকে, আরিয়ান ঘটনায় এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে পুনে পুলিশ। একটি প্রতারণা মামলায় চার বছর ধরে ফেরার এই প্রাইভেট ডিটেকটিভ। এদিন গোসাভিকে স্থানীয় আদালতে তোলা হয়। ৫ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
জামিনের সম্ভাব্য শর্ত
বিশেষ আদালতে পাসপোর্ট জমা রাখতে হতে পারে
মামলার বিষয়ে বাইরে মুখ খোলা যাবে না
নিজে অথবা অন্যের মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না
গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে হলে তদন্তকারী অফিসারের অনুমতি নিতে হবে
প্রতি শুক্রবার এনসিবির মুম্বাই অফিসে হাজিরা দিতে হবে
যথেষ্ট কারণ ছাড়া শুনানির দিনগুলোতে গরহাজির থাকা যাবে না
একটি শর্ত লঙ্ঘিত হলেই এনসিবি জামিন বাতিলের আর্জি জানাতে পারবে।
সূত্র : বর্তমান