নিউজিল্যান্ডের কাছে হারলেই বাদ ভারত!

অন্য এক দিগন্ত | Oct 28, 2021 07:34 am
নিউজিল্যান্ডের কাছে হারলেই বাদ ভারত!

নিউজিল্যান্ডের কাছে হারলেই বাদ ভারত! - ছবি : সংগৃহীত

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে বিশ্রিভাবে হেরেছে ভারত। এ দিকে নিউজিল্যান্ডও ৫ উইকেটে পাকিস্তানের কাছে হেরেছে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে দুই দলই হেরে রোববার একে অপরের মুখোমুখি হবে। আর ওই ম্যাচ নিঃসন্দেহে বিশ্বকাপের অন্যতম উত্তেজক ম্যাচ হতে চলেছে। এর মাঝেই আবার ভারতীয় দলের সাবেক পেসার জাহির খান দাবি করেছেন, ভারত-নিউজিল্যান্ড ম্যাচেই ঠিক হয়ে যাবে, কোন টিম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।

এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাহির বলেছেন, ‘ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরই সম্ভবত ঠিক হয়ে যাবে, কোন টিম (টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছিটকে যাবে। কারণ দুই দলই ইতিমধ্যে প্রথম ম্যাচ হেরে বসে রয়েছে। এ বার ওরা একে অপরের মুখোমুখি হবে। সকলে বলছিল, এটা নাকি সহজ গ্রুপ। কিন্তু এই গ্রুপটা খুবই অসাধারণ। ভারতকে যেকোনো মূল্যে নিউজিল্যান্ডকে হারাতে হবে। না হলে ওদের কাছে লড়াইয়ে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে।’

ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান কার্যত সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা পাকা করে ফেলেছে। সেখানে তুলনামূলকভাবে চাপেই রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। দেখার, কোন দল এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কোন দল মজবুত করতে পারে!
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us