তবুও খুশি নন বাবর আজম!

অন্য এক দিগন্ত ডেস্ক | Oct 27, 2021 02:52 pm
তবুও খুশি নন বাবর আজম!

তবুও খুশি নন বাবর আজম! - ছবি সংগৃহীত

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘২’-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। এই জয়ের সাথে বাবর আজমরা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত অভিযান অব্যাহত রাখলেন। দলের অলরাউন্ড পারফরম্যান্সকে এই জয়ের কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। দলের বোলিং, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন বাবর। পেসার হারিস রউফের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার (২২ রানে ৪ উইকেট) নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ১৩৪ রানে সীমাবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রউফ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

রউফ ছাড়াও স্পিনার ইমাদ ওয়াসিম (২৪ রানে ১ উইকেট) ও মোহাম্মদ হাফিজ (১৬ রানে ১ উইকেট) এবং ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি (২১ রানে ১ উইকেট) দারুণ বোলিং করেছেন। দলের ৫ উইকেটের জয়ের পর বাবর বলেছেন, ‘জয় পাওয়া সবসময়ই ভালো। আমরা টুর্নামেন্টে এই আত্মবিশ্বাসকে আরো এগিয়ে নিয়ে যাব। বোলাররা, বিশেষ করে শাহিন ও হারিস খুব কার্যকরভাবে বোলিং করেছে।’

বাবর অবশ্য মনে করেন তার বোলাররা ১০ রান বেশি দিয়েছেন। তিনি বলেন, 'আমার মনে হয় আমরা ১০ রান বেশি দিয়েছি। কিন্তু এটা ক্রিকেট এবং এটা হয়। আমরা তাড়াতাড়ি উইকেট হারিয়েছি। কিন্তু আমি শোয়েব মালিক এবং আসিফ আলিকে কৃতিত্ব দিতে চাই। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা একবারে একটি ম্যাচে ফোকাস করতে চাই এবং খেলার সব বিভাগেই ভালো করতে চাই।’

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, শেষ ওভারে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেনি তার দল। উইলিয়ামসন বলেছেন, 'শেষটা খুবই হতাশাজনক ছিল। দুর্ভাগ্যবশত আমরা শেষ ওভার গুলোতে ভালো করতে পারিনি কিন্তু আমরা পাকিস্তানের ফর্মে খুব ভালো দলের মুখোমুখি হয়েছিলাম এবং তাদের অভিনন্দন।’

উইলিয়ামসন বলেন, পাকিস্তানের দল খুবই শক্তিশালী এবং সবার চোখ থাকবে তাদের দিকে। তিনি বলেন, 'পাকিস্তানের দল খুবই শক্তিশালী এবং সবার চোখ অবশ্যই তার দিকে থাকবে। ত্রুটির মার্জিন খুব কম এবং আমরা উন্নতি করব এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us