ব্যাংক থেকে সাড়ে ৫ কোটি টাকা তুলে ব্যাংককর্মীকে দিয়েই গোনালেন ধনকুবের!

অন্য এক দিগন্ত | Oct 23, 2021 08:35 pm
এই ছবিটিই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে

এই ছবিটিই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে - ছবি : সংগৃহীত

 

ব্যাংকে গিয়েছিলেন চীনের এক কোটিপতি। কিন্তু পরিষেবা নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট হননি। ব্যাংককর্মীর সাথে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। আর সেই আচরণের ‘শাস্তি’ দিতেই ওই ব্যাংকে তার জীবনের সব সঞ্চয় তুলে ফেলার সিদ্ধান্ত নেন।

ল্যাডবাইবেল নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি ৫ কোটি ৭০ লাখ টাকা তুলে নেন। তার পর ওই টাকা ব্যাংকেরই কর্মীকে দিয়ে গোনান। ঘটনাচক্রে ওই কর্মীর সাথেই তার বচসা হয়েছিল। ওই ব্যক্তি নাকি এমনও হুমকি দিয়েছেন ব্যাংকে আবারো আসবেন এবং আবারো টাকা তুলবেন এবং গোনাবেন ব্যাংককর্মীদের দিয়ে!

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উইবো নামে একটি নেটমাধ্যমে ‘সানওয়্যার’ নামে পরিচিত ওই ব্যক্তি। ব্যাংকের পাল্টা অভিযোগ, ওই ব্যক্তি মাস্ক পরে ব্যাঙ্কে না ঢোকার জন্য নিরাপত্তারক্ষী তাকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন। কিন্তু তা করতে অস্বীকার করেন। এখান থেকেই বিতর্কের সূত্রপাত।

যদিও দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে কোন ঘটনাটি ঠিক, তা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও ল্যাডবাইবেল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us