৪ ওভারে ২ রানে ৩ উইকেট, নবির ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

অন্য এক দিগন্ত | Oct 21, 2021 06:46 am
৪ ওভারে ২ রানে ৩ উইকেট, নবির ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

৪ ওভারে ২ রানে ৩ উইকেট, নবির ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ - ছবি : সংগৃহীত

 

উইকেট পাননি রশিদ খান। খাতায় উইকেট নেই মুজিব উর রহমানেরও। তবু আফগান স্পিনারদের সামনে নিতান্ত অসহায় দেখাল আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। আসলে একা মোহম্মদ নবির জালে জড়িয়ে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। জাজাই ৫৬ ও শেহজাদ ৫৪ রান করে আউট হন। রহমানুল্লাহ গুরবাজ ৩৩ ও নাজিবুল্লাহ জাদরান ২৩ রান করেন। নবি ৬ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওবেদ ম্যাককয় ৪৩ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন রামপাল, ওয়ালশ ও রাসেল।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তোলে। ৫৪ রান করে অপরাজিত থাকেন রোস্টন চেস। ৩৫ রান করেন পুরান। রাসেল ১১ রান করে আউট হন।

নবি ৪ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন নবীন উল হক ও করিম জানাত। রশিদ উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন। আফগানিস্তান ৫৬ রানের বড় ব্যবধানে প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us