ভারতের ধনী ব্যক্তি : ফোর্বসের তালিকায় এম এ ইউসুফ আলি
ভারতের ধনী ব্যক্তি : ফোর্বসের তালিকায় এম এ ইউসুফ আলি - ছবি : সংগৃহীত
ভারতে ধনী ভারতীয়দের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। ফোর্বস ১০০ ধনী ভারতীয়ের তালিকা প্রকাশ করেছে।তাদের মধ্যে তিন মুসলিমও আছেন।
ফোবর্সের প্রকাশনা অনুসারে, ভারতে অনেক শিল্পপতি এবং ব্যবসায়ী রয়েছেন যাদের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এতে আম্বানি-বিড়লা ইত্যাদির নাম আসে। তবে এগুলি ছাড়াও দেশে অনেক ধনী ব্যক্তি রয়েছেন, যারা শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।শীর্ষ ধনী মুসলমানদের মধ্যে রয়েছেন-এমএ ইউসুফ আলী,পদ্মভূষণ ইউসুফ হামেদ ও আজাদ মুপেন।
ভারতীয় ব্যবসায়ী এম এ ইউসুফ আলি ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হন। তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। ইউসুফ আজ অবধি কেরলের বৃহত্তম শপিংমল তৈরি করেছেন। দেশ ছাড়াও এগুলি অন্যান্য অনেক দেশেও লেনদেন হয়। তার ব্যবসা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পর্যন্তও প্রসারিত। তার মোট সম্পদ $৪.২ বিলিয়ন।
তাদের সংস্থা ২০১৫ সালে লন্ডন পুলিশ সদর দফতর ১০২৫ কোটি টাকায় কিনেছিল, যা তাদের একটি বিলাসবহুল হোটেলে পরিণত করেছে। এটির জন্য ৫০০ কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এর নাম ‘গ্রেট স্কটল্যান্ড ইয়ার্ড হোটেল’।
সিপলা ফার্মা কোম্পানির মালিক পদ্মভূষণ ইউসুফ হামেদও একজন ধনী ব্যক্তি। হামিদের নামও দীর্ঘদিন ধরে ফোর্বসের ধনী শীর্ষস্থানীয়দের তালিকায় রয়েছে। তাদের মোট সম্পদের পরিমাণ ২.৬ বিলিয়ন ডলার। তিনি ২০০৫ সালে ভারত সরকার দ্বারা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণও পেয়েছিলেন।
সূত্র : পুবের কলম