সেই মধ্যপ্রদেশেই গরুর এমন দশা!

অন্য এক দিগন্ত ডেস্ক | Oct 13, 2021 04:31 pm
সেই মধ্যপ্রদেশেই গরুর এমন দশা!

সেই মধ্যপ্রদেশেই গরুর এমন দশা! - ছবি সংগৃহীত

 

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া জেলা প্রশাসন ১ অক্টোবর থেকে কমপক্ষে ১৪০টি গরুকে উদ্ধারের জন্য একটি অভিযান চালাচ্ছে৷ স্থানীয় কিছু গ্রামবাসী তাদের ফসল রক্ষা করতে গরুগুলোকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল৷ মধ্যপ্রদেশই দেশের প্রথম রাজ্য যেখানে গরুর কল্যাণ ও সুরক্ষার জন্য ছয়টি ভিন্ন বিভাগ নিয়ে একটি গরু মন্ত্রিসভা রয়েছে। সুতরাং, সেখানে গরুর এমন শোচনীয় অবস্থা কিছুতেই বরদাস্ত করা যায় না বলে মনে করছে ওয়াকিফহাল জনতা৷ লালগাঁও এবং সরাই রাচোই গ্রামের কয়েকজন বাসিন্দা গরুগুলিকে তাদের ক্ষেতের ফসল নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য রেওয়া ঘাটিতে (একটি স্থানীয় বড় খাদ) ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।

লালগাঁও গ্রামের বাসিন্দা সঞ্জয় শর্মা অভিযোগ করেছেন যে, অনেক গরু গুরুতর আঘাত পেয়েছে এবং বেশ কয়েকজন মারা গেছে৷ উদ্ধার অভিযানের একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিষয়টি শুক্রবার ব্যাপক প্রচার পায়। মধ্যপ্রদেশ পুলিশ পাঁচজন গ্রামবাসীর বিরুদ্ধে গরুগুলোকে ধাক্কা দেয়ার জন্য নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছে। রেওয়া পুলিশ সুপার নবনীত ভাসিন বলেন, লালগাঁওয়ের বাসিন্দা কৈলাস যাদব, ধীরেন্দ্র সিং, মহেন্দ্র সিং, বচ্চা সাকেত এবং ব্রিজবাসী যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা পলাতক৷ আমরা তাদের ধরার চেষ্টা করছি। আমরা অন্যান্য অভিযুক্তদেরও চিহ্নিত করছি৷

জেলা কালেক্টরও বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। জেলা কালেক্টর ইলিয়ারাজ টি বলেন, আমরাও জানার চেষ্টা করছি যে এত বিপুল সংখ্যক গরু কিভাবে গ্রামে পৌঁছেছে। তিনি আরো বলেন, আমরা বিপথগামী এবং উদ্ধারকৃত গরুগুলোকে আশেপাশের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করছি। এদিকে একজন গ্রামবাসী দাবি করেছেন যে প্রশাসন পদক্ষেপ নিতে অনেক দেরি করেছে এবং এ জন্য তাদেরও শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গরুদের সাথে এই নির্মম আচরণের বিষয়ে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রথমে কেউ মনোযোগ দেয়নি। বিরোধী দল কংগ্রেস বিজেপি-শাসনাধীন মধ্যপ্রদেশে গরুর অবস্থা খারাপ বলে অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেছে।
সূত্র : পুবের কলম


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us