ধোনি : ‘ফিনিশড’ নয় ‘ফিনিশার’!

অন্য এক দিগন্ত | Oct 11, 2021 07:05 am
ধোনি

ধোনি - ছবি : সংগ্রহ

 

দলের নড়বড়ে মুহূর্তে স্ট্রাইক রেট ৩০০। চার মেরে গুরুত্বপূর্ণ ম্যাচে জেতালেন দলকে। আইপিএলে আবারও ফিরে এলেন সেই ‘ফিনিশার’ মহেন্দ্র সিং ধোনি। তারপরই উত্তাল হয়ে উঠল টুইটার। কেউ বললেন, ‘এখনও শেষ হয়ে যাননি ধোনি (নট ফিনিশড)’। কেউ আবার লিখলেন, ‘এটাই ধোনি’।

রোববার দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যখন ধোনি নেমেছিলেন, তখন ১১ বলে বাকি ছিল ২৪ রান। লক্ষ্যমাত্রা বড় ছিল না। তবে এবারের আইপিএলে ধোনির যে ফর্মের খরা চলছে, তাতে অনেকেই আশঙ্কায় ছিলেন। বিশেষত স্ট্রাইক রেট তো একেবারেই শোচনীয় ছিল। কিন্তু প্রথম বলেই চেন্নাই সুপার কিংসের ভক্তদের আশ্বস্ত করেন। আবেশ খানকে চার মারেন। তারপর শেষ ওভারে তিনটি চার মেরে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুলে দেন। ম্যাচও জেতান চার মেরে। শেষপর্যন্ত ছ'বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

সেই ‘ফিনিশার’ ধোনির প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে মেতেছে টুইটার। এক নেটিজেন বলেন, 'একেবারে নিজস্ব ভঙ্গিমায় হেটার্সদের (বিরোধীদের) খতম করে দিলেন।' এক নেটিজেন বলেন, 'পুরনো ঢঙে খেলা শেষ করলেন। নামটা মনে রাখবেন - মহেন্দ্র সিং ধোনি। অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। আমিসহ অনেক সমর্থকও ভরসা হারিয়ে ফেলেছিলেন। এটা তাদের সকলের জন্য। একজন রাজা সর্বদা রাজাই থাকেন।' ধোনির প্রশংসায় মেতেছেন প্রাক্তন ক্রিকেটাররাও।

উল্লেখ্য, রোববারের ইনিংসের ফলে এবারের আইপিএলের ১৫ ম্যাচে ধোনির ঝুলিতে জমা হল ১১৪ রান। তাৎপর্যপূর্ণ অপরাজিত ১৮-ই এবার আইপিএলে ধোনির সর্বোচ্চ রান। স্ট্রাইক রেট ১০৬.৫৪। গড় ১৬.২৮। মেরেছেন মাত্র ১১ টি চার এবং চারটি ছক্কা। যা একেবারেই ধোনিসুলভ নয়। তবে ধোনি ভক্তদের আশা, এবার আসল মাহিকে দেখা যাবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us