টি২০ বিশ্বকাপে বাবর আজমদের ভরসা সরফরাজ, শোয়েব মালিক

অন্য এক দিগন্ত | Oct 10, 2021 07:09 am
টি২০ বিশ্বকাপে বাবর আজমদের ভরসা সরফরাজ, শোয়েব মালিক

টি২০ বিশ্বকাপে বাবর আজমদের ভরসা সরফরাজ, শোয়েব মালিক - ছবি : সংগৃহীত

 

কয়েক দিন আগেই নিজেদের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের সেই ১৫ জনের দল নিয়ে প্রথম থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। বহু সাবেক ক্রিকেটারই এই দলকে মানতে পারেননি। তাদের দাবি ছিল বদলে ফেলা হোক বেশকিছু ক্রিকেটারকে। তাদের মধ্যে অন্যতম ছিল মইন খানের ছেলে আজম খানের নাম। এছাড়াও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে পাকিস্তান ক্রিকেটে বিতর্ক তৈরি হয়েছিল।

এবার টি২০ বিশ্বকাপের জন্য যে প্রাথমিক ১৫ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান, ওই দলে তিনটি পরিবর্তন করা হলো। শুক্রবার পাক নির্বাচকরা জানিয়েছেন, খুশদিল শাহ, আজম খান এবং মোহম্মদ হাসনাইন এদের বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে। আসলে আইসিসির নিয়ম অনুযায়ী, ১০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত দলের মধ্যে পরিবর্তন করতে পারে যেকোনো দেশ। ওই নিয়মকে কাজে লাগিয়ে এবার দলে বদল করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে শোনা যাচ্ছে, শোয়েব মালিককেও দলে আনা হয়েছে। শোয়েব মাকসুদের জায়গায় দলে আনা হলো শোয়েব মালিককে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি ব সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেয়া হলো।’ ১৫ জনের দল থেকে বাদ পড়লেন খুশদিল শাহ, আজম খান এবং মোহম্মদ হাসনাইন।
এই দলের সব থেকে বড় চমক বলা যেতে পারে সরফরাজ আহমেদ। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে দলে ফিরিয়ে আনা হলো। ৩৪ বছরের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমে দলে রাখা হয়নি। শুক্রবার ১৫ জনের দলে আনা হয় প্রাক্তন অধিনায়ককে। ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের এ বারের টি২০ বিশ্বকাপ যাত্রা।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us