যে যুক্তিতে খারিজ হলো শাহরুক-পুত্রের জামিন আবেদন

অন্য এক দিগন্ত | Oct 09, 2021 07:46 am
যে যুক্তিতে খারিজ হলো শাহরুক-পুত্রের জামিন আবেদন

যে যুক্তিতে খারিজ হলো শাহরুক-পুত্রের জামিন আবেদন - ছবি : সংগৃহীত

 

বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের দিকেই নজর ছিল গোটা ভারতের। বলিউড সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খানের জামিনের শুনানি এদিন সম্পন্ন হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকারের এজলাসে। যদিও গৌরী খানের জন্মদিনটা একেবারেই শুভ হলো না খান পরিবারের কাছে। এদিন ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়ে যায় আরিয়ানের জামিনের আবেদন। আরিয়ানের পাশাপাশি না-মঞ্জুর হয়েছে আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদনও।

সতীশ মানেশিন্দের দলিল ধোপে টিকল না আদলতে। এদিন এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অনিল সিং। শুরু থেকেই তিনি স্পষ্ট জানান, এই আদালতে গ্রহণযোগ্য নয় আরিয়ান খানের জামিনের আর্জি। যুক্তি হিসেবে আরমান কোহলির মামলা প্রসঙ্গে তুলে এনে তিনি স্পষ্ট করেন, আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার না হলেও এই মামলায় যুক্ত অপর অভিযুক্তদের কাছ থেকে কমার্শিয়াল কোয়ান্টিটির নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে- তাই ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলা কোনও অভিযুক্তকেই জামিন দিতে পারে না। প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথান সওয়াল-জবাব শেষে এনসিবির এই দলিল মেনে নেয় আদালত। স্পষ্ট করে, আরিয়ান খানের জামিনের আর্জি জানাতে হবে বিশেষ এনডিপিএস আদালতে। এবং সেশন কোর্টই নির্ধারণ করবে আরিয়ান জামিন পাবে কিনা।

অন্যদিকে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দের পালটা যুক্তি দেন, আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি, তার বিরুদ্ধে শুধুমাত্র মাদক সেবনের অভিযোগ রয়েছে। যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা এনসিবি উল্লেখ করছে সেটিও মাদক সংক্রান্ত নয়, বরং ফুটবল সংক্রান্ত। আরিয়ান নিজের আইনজীবী মারফত এদিন কোর্টকে জানায়, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’।

দেশে থেকে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা সে করবে না্, এমনকি ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনো চেষ্টাও সে করবে না- এমন আশ্বাস দেয় আরিয়ান। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র গ্রহণযোগ্যতা না-থাকার দরুণ এদিন আরিয়ানের জামিন খারিজ হলো।
সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us