কুকুরকে ১৭ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার করলেন কোটিপতি প্লেবয় মডেল
ঝু আইসেন এবং ফ্রান্সিসকো - ছবি : সংগৃহীত
সম্পত্তির অংশ পোষা কুকুরের নামে লিখে দিচ্ছেন আমেরিকার এক কোটিপতি মডেল। তার যুক্তি, পোষা কুকুরই তার কাছে সন্তানতুল্য। তাই উত্তরাধিকারের যোগ্যও।
আমেরিকার ওই মডেলের নাম ঝু আইসেন। প্রাপ্তবয়স্কদের পত্রিকা আমেরিকান প্লেবয়ের প্রথম সারির জনপ্রিয় মডেল ঝু। কুকুরটির নাম ফ্রান্সিসকো। উত্তরাধিকার সূত্রে ঝু-এর যে সম্পত্তি ফ্রান্সিসকো পেতে চলেছে তার মূল্য ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ১৭ কোটি টাকারও বেশি।
ব্রাজিলিয়ান মডেল ঝু-এর বয়স ৩৫। ঝু জানিয়েছেন, ২০ লক্ষ ডলারের সম্পত্তির পাশাপাশি ফ্রান্সিসকো তার নিজের বসতবাড়ি এবং দু’টি বিলাসবহুল গাড়িও পাবে ফ্রান্সিসকো। এ ব্যাপারে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ঝু। তিনি জানিয়েছেন, এই সম্পত্তির পুরোটাই ব্যবহার করা হবে ফ্রান্সিসকোকে ভালো রাখার জন্য। আর যারা ঝু-এর দেখভাল করবেন, তারাও ওই সম্পত্তি ব্যবহারও করতে পারবেন।
ঝু-র কাছে জানতে চাওয়া হয়েছিল, এখনই উত্তরাধিকারীর চিন্তা কেন? সন্তান ধারণের সময় তো এখনো আছে। জবাবে ব্রাজিলের মডেল জানিয়েছেন, তিনি মা হতে পারলেও তাদের প্রতিপালন করতে পারবেন না। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র : আনন্দবাজার