ভারতের জাতীয় দলে সুযোগ পাবেন কাশ্মিরি বোলার উমরান!
উমরান মালিক - ছবি : সংগৃহীত
চলতি আইপিএলে নিজের অভিষেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সর্বোচ্চ গতিতে (১৫২ কিলোমিটার) বল করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন জম্মু ও কাশ্মিরের তরুণ জোরে বোলার উমরান মালিক। শেষ ম্যাচে বিরাট কোহলির আরসিবির বিপক্ষেও উমরানকে দেখা গেল সেই আগের মতো ভয়ঙ্কর রূপে। গত ম্যাচের নিজের বোলিং গতির রেকর্ড ভেঙে চলে এলেন একটা আলাদা উচ্চতায়।
এবারের আইপিএলে সর্বোচ্চ ১৫৩ কিলোমিটার গতিতে বল করে সবাইকে আবারো তাক লাগিয়ে দিলেন তিনি। যেটা নজর এড়িয়ে যায়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। তিনি ইঙ্গিত দিয়েছেন তাকে ভারতীয় দলে নেয়ার।
আর তাই তো ম্যাচ শেষে উমরানের প্রশংসা শোনা গেল আরসিবি অধিনায়কের মুখ থেকে। বিরাট কোহলি ম্যাচের শেষে বলেন, ‘সত্যি বলতে, আইপিএলে প্রতি বছর নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। ১৫০ কিলোমিটার গতিতে কাউকে বল করতে দেখে খুব ভালো লাগছে। ফাস্ট বোলার উঠে এলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য সেটা ভালো লক্ষণ। আমারদের সবাইকে এই ধরনের প্রতিভার দিকে নজর রাখতে হবে।’
সূত্র : পুবের কলম