ভারতের চেয়ে পাকিস্তান কেন ভালো : রাজ্জাকের যুক্তি
রাজ্জাক - ছবি সংগৃহীত
ভারত ও পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্রিকেটের ময়দানে লড়াইটা বরাবরই শিরোনাম কেড়ে নেয়। ২৪ অক্টোবর ফের একবার দুই পড়শি দেশ বিশ্বকাপের ময়দানে একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান সিরিজ না হওয়ার পিছনে কারণ ব্যাখা করতে গিয়ে বেশ চমকপ্রদ যুক্তি দিয়েছেন আব্দুল রাজ্জাক।
বর্তমানে আইসিসির ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে এক, ওয়ান ডেতে দুই এবং টেস্টে ভারতের থেকে পাকিস্তান তিনধাপ পিছিয়ে থাকলেও রাজ্জাকের মতে পাকিস্তান দলের ক্রিকেটার মতো দক্ষতা ভারতীয় দলে নেই। রাজ্জাকের মতে, পাক দলের মতো প্রতিভা ভারতে নেই।
এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনোভাবেই লড়াই করতে পারবে না। পাকিস্তান দলে যে সংখ্যক প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্ন এবং ভারত-পাকিস্তানের খেলা না হওয়া (দ্বিপক্ষীয় সিরিজ) আমার মতে ক্রিকেটের বড় ক্ষতি। এইসব ম্যাচেই কোন ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম তার আসল পরীক্ষা হয়। আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচ যদি খেলা হতো, তাহলে লোকেরা সহজেই বুঝতে পারত যে পাকিস্তান দলের মতো দক্ষতা ও প্রতিভা ভারতের নেই।’
শুধু বর্তমান ক্রিকেট নিয়েই নিজের মতামত জানিয়ে ক্ষান্ত হননি রাজ্জাক, টেনে এনেছেন দুই দলের কিংবদন্তীদেরও। ‘ভারতেরও দল ভালোই। তবে আমরা যদি প্রতিভা হিসেবে দেখি, তাহলে দেখতে পারব, আমাদের দলে ইমরান খান ছিল এবং ওদের দলে ছিল কপিল দেব। ইমরান খান অনেকটাই ভালো। আমাদের ওয়াসিম আকরামের মতো ওদের তো একজনও ছিল না। জাভেদ মিয়াঁদাদের সাথেও (সুনীল) গাভাসকরেরও কোনো তুলনা হয় না। আমাদের ইনজামাম, ইউসুফ, ইউনিসের পরিবর্তে ওদের সেহওয়াগ, দ্রাবিড় ছিল। আপাতপক্ষে দেখলে পাকিস্তান থেকে বরাবর অধিক ভালো ক্রিকেটার উঠে এসেছে। এইসব কারণেই তো ভারত আমাদের বিরুদ্ধে খেলে না’ দাবি তার।
সূত্র : হিন্দুস্তান টাইমস