নতুন ফাস্ট বোলিং সেনসেশন উমরান মালিক

অন্য এক দিগন্ত | Oct 04, 2021 08:02 am
নতুন ফাস্ট বোলিং সেনসেশন উমরান মালিক

নতুন ফাস্ট বোলিং সেনসেশন উমরান মালিক - ছবি : সংগৃহীত

 

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ঘরোয় ক্রিকেট খেলারও তেমন একটা অভিজ্ঞতা নেই। অথচ আইপিএলে আবির্ভাবেই অবিশ্বাস্য নজির গড়ে ফেললেন উমরান মালিক। দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সন্ধান মিলল ভারতীয় ক্রিকেটের নতুন স্পিডস্টারের।

জম্মু-কাশ্মীরের হয়ে এখন পর্যন্ত ১টি মাত্র লিস্ট-এ ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন উমরান। কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেননি তিনি। টি-২০'তে ৩টি ও লিস্ট-এ ক্রিকেটে ১টি, সাকুল্যে ৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এমন আনকোরা পেসারকে নেট-বোলার হিসেবেই স্কোয়াডের সাথে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ায় তার সাময়িক পরিবর্ত হিসেবে উমরানকে মূল স্কোয়াডের অন্তর্ভুক্ত করে হায়দরাবাদ।

রোববার কলকাতার বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় ডানহাতি এই পেসারের। নিজের প্রথম ওভারেই তিনি ক্রিকেটমহলকে সন্ধান দেন আগুনে গতির। প্রথম ওভারেই ১৫০ কিলোমিটার গতিতে বল করে চমকে দেন তিনি। পরে ১৫১.০৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেন উমরান। চলতি আইপিএলে সবচেয়ে জোরে বল করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন ২১ বছরের তরুণ। তিনি ভেঙে দেন এবারের আইপিএলে মোহম্মদ সিরাজের ১৪৭.৬৮ কিলোমিটার গতিতে বল করার নজির।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ গতিশীল বোলারে পরিণত হন উমরান। তার থেকে বেশি গতিতে বল করেছেন কেবল কলকাতা নাইট রাইডার্সের লকি ফার্গুসন ও দিল্লি ক্যাপিটালসের এনরিখ নরকিয়া।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us