আরিয়ান খানকে ধরতে যেভাবে অভিযান চালানো হলো জাহাজে

অন্য এক দিগন্ত ডেস্ক | Oct 03, 2021 05:39 pm
আরিয়ান খান

আরিয়ান খান - ছবি সংগৃহীত

 

ফের খবরের শিরোনামে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের অভিজাতদের রেভ পার্টি। চলতি ভাষায় যাকে মাদক সেবন পার্টি বলে। শনিবার মুম্বই উপকূলের এক বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টি থেকে আটজনকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-পরবর্তী সময়ে একাধিক বলিউড তারকাদের আবাসনে এই এনসিবির অভিযান খবরের শিরোনামে এসেছিল। এবার সেই এনসিবির হাতেই আটক বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান পুত্র আরিয়ান খান। যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনসিবি, তাদের মধ্যে আরিয়ান ছাড়াও দু’জন তরুণী রয়েছেন– মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকর, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্ট।

যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে আটকদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে ভারতের কেন্দ্রীয় এই সংস্থা। খতিয়ে দেখা হচ্ছে তাদের থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোন। এই রেভ পার্টি-কাণ্ডের তদন্তে গভীরে যেতেই কোমর বাঁধছে এনসিবি। মাদক সরবারহকারীদের সাথে এই চক্রের মাথার খোঁজেও তদন্ত চলবে এমনটাই সূত্রের খবর। এখন পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, গোয়াগামী এই প্রমোদতরীতে ৮০ হাজার-এক লক্ষ টাকা পর্যন্ত টিকিট কেটে উঠেছিলেন অভিযুক্তরা।

যদিও একটি সূত্র বলছে, ‘বিশেষ অতিথি’র তালিকায় থাকা আরিয়ান খানের প্রবেশ ফ্রি-ই ছিল। জানা গেছে, ড্রাগ পেডলার বা মাদক সরবরাহকারীদের থেকেই খবর পেয়েই এই অভিযান। এনসিবির একটি অংশ বলছে, ওই সমুদ্র বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ সুত্র মারফৎ এনসিবির কাছে রেভ পার্টির খবর যায়। তারপরেই সাদা পোশাকে ছদ্মবেশে যাত্রী সেজেই ওই তরীতে ওঠেন এনসিবি কর্মকর্তারা। লক্ষ্য একটাই, হাতেনাতে মাদক সেবনকারীদের আটক করা।

সেই লক্ষেই সফল হয়েছেন তদন্তকারীরা। যে আটজনকে আটক করা হয়েছে, তাদের লাগেজ ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকজনের পোশাক কেটে, দুই তরুণীর হিলের ভিতর থেকে উদ্ধার হয়েছে মাদক। প্রত্যেকের ব্যাগ পরীক্ষার পাশাপাশি রক্ত পরীক্ষা করা হবে। তারপরেই গ্রেফতারির সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই এনসিবি সূত্রের খবর।

জানা গিয়েছে, এখন পর্যন্ত এসট্যাসি, কোকেন, মেফেড্রন, এমডিএমএ মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি। এই মাদকের মোট বাজারদর কত? এখনো বুঝে উঠতে পারেনি এই তদন্তকারী সংস্থা।

এদিকে, যে প্রমোদতরীর রেভ পার্টিতে অভিযান চালানো হয়েছিল, সেই কোর্ডেলিয়ার জাহাজ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছিল না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটাই জানিয়েছে ডিজি-শিপিং অমিতাভ কুমার। বাণিজ্যিক এবং যাত্রী পরিবহণের স্বার্থে প্রমোদতরী ব্যবহারে বিশেষ লাইসেন্সে জন্য আবেদন করতে হয়। আবেদনে প্রমোদ প্রসঙ্গ উল্লেখ করতে হয়। কিন্তু কোর্ডেলিয়ার আবেদনে কিছু ঘাটতি থাকায় মেলেনি ছাড়পত্র। এমনটাই জানান অমিতাভ কুমার।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us