নাজলাকে কেন প্রধানমন্ত্রী করা হলো?

অন্য এক দিগন্ত | Oct 01, 2021 03:55 pm
নাজলা বাউদেন রমধান

নাজলা বাউদেন রমধান - ছবি : সংগৃহীত

 

এই প্রথম আরব বিশ্বে প্রধানমন্ত্রীর পদ পেলেন কোনো নারী। কিন্তু তিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অনেকেই পাপেট বলে মনে করছেন।

রাজনীতির সাথে তার বিশেষ যোগাযোগ ছিল না। ৬৩ বছরের এই নারী তিউনিশিয়ায় ন্যাশনাল স্কুল অফ ইঞ্জিনিয়ার্সে জিয়োলজির অধ্যাপিকা ছিলেন। পরবর্তীকালে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণা মন্ত্রণালয়ের ডিরেক্টরও ছিলেন। বিশ্বব্যাংকের সাথেও বহু কাজ করেছেন। কিন্তু কখনো সরাসরি রাজনীতিতে অংশ নেননি তিউনিশিয়ার নতুন প্রধানমন্ত্রী নাজলা বাউদেন রমধান। দেশের প্রেসিডেন্ট কাইস সাইদ সাবেক প্রধানমন্ত্রীকে গদিচ্যূত করে রমধানকে দায়িত্ব দিয়েছেন।

মাত্র দুই মাস আগে ক্ষমতায় এসেছেন নতুন প্রেসিডেন্ট। এসেই পুরনো প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন মন্ত্রিসভাও। রমধানকে দ্রুত নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

নাজলার কথা ঘোষণা করে প্রেসিডেন্ট বলেন, এ এক ঐতিহাসিক ঘটনা। এই প্রথম কোনো নারী এই পদে এলেন। নারী অধিকার প্রতিষ্ঠিত হলো।

বস্তুত, আরব বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী পেয়ে অনেকেই উচ্ছ্বসিত। কিন্তু একই সাথে প্রেসিডেন্টের উদ্দেশ্য নিয়ে সংশয় থেকে যাচ্ছে। নতুন পদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রমধান। প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বলেছেন, দু'জনে মিলে নতুন করে তিউনিশিয়াকে গড়ে তুলবেন তারা।
সূত্র : ডয়চে ভেলে


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us