দৈনিক আয় বেড়ে ১০০২ কোটি! এশিয়ার দ্বিতীয় ধনীতম পরিবার আদানি
গৌতম আদানি - ছবি : সংগৃহীত
দেড় বছর ধরে করোনাভাইরাস মহামারিতে পর্যস্ত অর্থনীতি কেড়েছে বহু মানুষের রুজি-রোজগার। আরো তীব্র করেছে আর্থিক-সামাজিক বৈষম্য। তবে করোনার আবহেই গত এক বছরে ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তার পরিবার দৈনিক আয় করেছেন ১০০২ কোটি রুপি। ফলে সম্পত্তি ১,৪০,২০০ কোটি টাকা থেকে ২৬১% বেড়ে হয়েছে ৫,০৫,৯০০ কোটি।
আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানিরা এখন ভারতের (এশিয়ারও) দ্বিতীয় ধনীতম পরিবার। প্রথম স্থান অবশ্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিরই দখলে। তার দৈনিক রোজগার ১৬৩ কোটি রুপি। এক বছরে সম্পত্তি ৯% বেড়ে দাঁড়িয়েছে ৭,১৮,০০০ কোটি রুপি।
ভারতের সবচেয়ে ধনবান ১০ জনের তালিকায় শামিল গৌতমের দুবাইবাসী ভাই বিনোদ শান্তিলাল আদানিও। তার সম্পত্তি ২১২% বেড়ে হয়েছে ১,৩১,৬০০ কোটি রুপি। ১২ ধাপ এগিয়ে স্থান অষ্টম। তিনে এইচসিএলের শিব নাদর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা