ব্রিটনি স্পিয়ার্সের ওপর নজরদারি করার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিলেন তার বাবা
ব্রিটনি স্পিয়ার্সের ওপর নজরদারি করার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিলেন তার বাবা - ছবি সংগৃহীত
আমেরিকান গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের বাবা তার ফোন কল এবং যোগাযোগ তথ্য রেকর্ড করার জন্য এক ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিলেন। সংস্থাটির এক প্রাক্তন কর্মচারী নিউইয়র্ক টাইম্সের নির্মিত একটি তথ্যচিত্রে এ কথা বলেন।
শুক্রবার 'কন্ট্রোলিং ব্রিটনি স্পিয়ার্স' শিরোনামে মুক্তিপ্রাপ্ত তথ্যচিত্র অনুসারে, জেমস স্পিয়ার্স প্রেমিক ও বাচ্চাদের সাথে ব্রিটনির কথোপকথনসহ তার মেয়ের শোবার ঘর থেকে ফোনালাপের অডিও রেকর্ডিং ধারণ করার জন্য ‘ব্ল্যাক বক্স সিকিউরিটি’ সংস্থার সাহায্য নিয়েছিলেন।
ব্ল্যাক বক্স সিকিউরিটির প্রাক্তন সহকারী এবং সাইবার নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপক অ্যালেক্স ভ্লাসভ নিউইয়র্ক টাইমসকে বলেছেন : ব্রিটনির কথা শোনার পর আমার জেলখানার কোন বন্দীর কথা মনে হয়। আর আমাদের সংস্থাকে এ ক্ষেত্রে জেলরক্ষকের ভুমিকায় রাখা হয়েছিল।
ব্ল্যাক বক্সের প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা এদান ইয়েমিনি ইসরাইলে জন্মগ্রহণ করেন। সংস্থাটির ওয়েবসাইটে তাকে ইসরাইলি বিশেষ বাহিনীর প্রাক্তন সদস্য বলে বর্ণনা করা হয়েছে।
নিউইয়র্ক টাইম্সের খবরে বলা হয়, সম্ভবত উভয় পক্ষের সম্মতি ছাড়াই এই কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যা আইন লঙ্ঘন করে। এবং স্পিয়ার্সের রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধানকারী আদালত এ ব্যাপারে সচেতন ছিল বা নজরদারি অনুমোদন করেছিল কি না তাও স্পষ্ট নয় ।
এক বিবৃতিতে এদানের এক আইনজীবী বলেন, তার পরিচালিত নিরাপত্তা সংস্থা ব্ল্যাক বক্স সব সময় 'পেশাদারিত্ব, নৈতিকতা এবং আইনি গণ্ডির মধ্যে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, এবং বিশেষ করে দীর্ঘ দিন ধরে মিস স্পিয়ার্সের নিরাপত্তা নিশ্চিত করতে পেরে তারা গর্বিত।'
এ দিকে জেমি স্পিয়ার্সের আইনজীবীরা ব্রিটনির ব্যক্তিগত 'ফোনকল, ভয়েসমেইল বা টেক্সট বার্তাগুলোতে' বাবা জেমির অধিগমন করার কথা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তার সকল কর্মকাণ্ড 'ব্রিটনি, তার আদালত-নিযুক্ত আইনজীবী এবং/অথবা আদালতের জ্ঞান এবং সম্মতিতে করা হয়েছে।'
অ্যালেক্স বলেন, তার উর্ধ্বতন কর্মকর্তারা স্পিয়ার্সকে রক্ষা করার জন্যই এই কঠোর নজরদারি ব্যবস্থা করা হয়েছে এবং তিনি নিজেই রক্ষণাবেক্ষণের অধীনে থাকতে চান এমনটা বোঝান। তবে জুন মাসে আদালত স্পিয়ার্সের সাক্ষ্য গ্রহণ করায় তার মামলাটি ব্যাপক মনোযোগ লাভ করার পর অ্যালেক্স তার জানা তথ্যগুলো সর্ব সম্মুখে প্রকাশ করার দায়বদ্ধতা অনুভব করেন। তিনি তার বক্তব্যে বিচার ব্যবস্থা, ব্রিটনির রক্ষণাবেক্ষণকারী এবং ব্রিটনির ম্যানেজারদের সমালোচনা করেন।
অ্যালেক্স যোগ করেন, 'শুধুমাত্র কারো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন বলে আপনি তাকে নিজের সম্পত্তির মতো ব্যবহার করার অধিকার পেতে পারেন না। আমরা মনে হয় না ব্রিটনির সাথে মানুষের মতো আচরণ করা হয়েছে।'
এক বিবৃতিতে ব্রিটনি স্পিয়ার্সের আইনজীবী ম্যাথু রোজেনগার্ট বলেন : 'আইনি ব্যবস্থার অলঙ্ঘ্যনীয় অংশ হিসেবে ব্রিটনির ব্যক্তিগত যোগাযোগের, বিশেষ করে উকিল-মক্কেলের মধ্যকার যোগাযোগের, কোন ধরনের অননুমোদিত গুপ্তসংযোগ বা পর্যবেক্ষণ তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের লজ্জাজনক উদাহরণ এবং তাকে নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত করার জাজ্জ্বল্যমান প্রমাণ।'
তিনি বলেন, 'ব্রিটনির শয়নকক্ষে শ্রবণযন্ত্র স্থাপন করা বিশেষভাবে অমার্জনীয় এবং অসম্মানজনক এবং ইতিপূর্বে আদালতে তার দেয়া জোরালো, মর্মস্পর্শী সাক্ষ্যকে সম্পূর্ণরূপে নিশ্চিত করে। এই সব অভিযোগ সুষ্ঠু এবং সক্রিয়ভাবে তদন্ত করা উচিত।'