যত নষ্টের গোঁড়া শাস্ত্রী!
রবি শাস্ত্রী - ছবি সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ভারত-ইংল্যান্ড সিরিজের ভাগ্য ঠিক করে দিয়েছে। শাস্ত্রীর পরে কোচিং স্টাফের একের পর এক সদস্য করোনায় আক্রান্ত হন। শেষ পর্যন্ত ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল করতে বাধ্য হয়।
আর দুরন্ত সিরিজের এমন হতাশাজনক পরিসমাপ্তিতে ক্রিকেট মহলে তীব্র সমালোচিত হচ্ছেন রবি শাস্ত্রী। বোর্ডের প্রোটোকল না মেনে নিজের বই প্রকাশ অনুষ্ঠান উঠে এসেছে কাঠগড়ায়। যদিও এখনো শাস্ত্রী সাফাই দিয়ে চলেছেন, লন্ডনের টিম হোটেলে বই প্রকাশ অনুষ্ঠানে তিনি নাকি সংক্রমিত হননি।
শাস্ত্রী আপাতত ভারতের মতো ইংল্যান্ডেও ভিলেনের মর্যাদা পেয়ে গিয়েছেন। বিলেতের মিডিয়ায় ‘পেশেন্ট এক্স’ নামেই ডাকা হচ্ছে তাকে। ভারতীয় শিবিরে করোনা হানার জন্য দায়ী করা হচ্ছে রবি শাস্ত্রীকেই। যদিও কোহলিদের হেড কোচ জানাচ্ছেন, বই প্রকাশ অনুষ্ঠান বাদ দিয়েও একাধিক জায়গা থেকে সংক্রমিত হতে পারেন তিনি।
ইংল্যান্ডের ‘দ্যা গার্ডিয়ান’ সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী নিজের সমালোচকদের একহাত নিয়ে জানিয়ে দিলেন, বই প্রকাশ অনুষ্ঠান থেকে তিনি মোটেই সংক্রমিত হননি। তাই বই প্রকাশ অনুষ্ঠানকে মোটেই নিশানা বানানো ঠিক হবে না।
শাস্ত্রী বলেছেন, “ওই অনুষ্ঠানে ২৫০ লোক ছিল। সেখান থেকে কেউই সংক্রমিত হননি। ওই অনুষ্ঠানে আমিও করোনা সংক্রমিত হয়নি। কারণ অনুষ্ঠান ছিল ৩০ অগাস্ট। আমি পজিটিভ ধরা পড়ি ৩ সেপ্টেম্বর। মাত্র তিন দিনে এটা ঘটতে পারে না। ওই অনুষ্ঠান নিয়ে আমার কোনো অনুশোচনাই নেই। ওভাল টেস্টে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তা আরো ৫০০০ লোক ব্যবহার করেন। তাই বই প্রকাশ অনুষ্ঠানকে কম সমালোচনা করা হচ্ছে?”
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৪০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। যদিও শাস্ত্রী আশ্বস্ত করেছেন, বোর্ডের এক টাকাও ক্ষতি হবে না। “ইসিবি দারুনভাবে সিরিজ আয়োজন করেছে। ভারতীয় বোর্ডের সঙ্গে ওদের সম্পর্কও অসাধারণ। জানি না পরের বছর একমাত্র টেস্ট নাকি বদলে দুটো অতিরিক্ত টি২০ আয়োজন করা হবে। তবে ভারতীয় বোর্ডের সাথে ভালো সম্পর্কের জন্যই তাদের এক টাকাও ক্ষতি হবে না। ২০০৮-এ মুম্বইয়ে উগ্রবাদী হামলার পরে সফররত ইংল্যান্ড দলও ফিরে এসেছিল। আমরা সেটা ভুলছি না।”
করোনা সংক্রমণ থেকে এখনো পুরোপুরি মুক্ত নন তিনি। তবে ভারতীয় দল আশাবাদী টি২০ বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। জাতীয় দলের তারকারা আপাতত আমিরাতে আইপিএল শুরুর অপেক্ষায় রয়েছেন। আইপিএলের পরে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস