স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য শিল্পার

অন্য এক দিগন্ত | Sep 17, 2021 02:44 pm
স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য শিল্পার

স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য শিল্পার - ছবি : সংগৃহীত

 

রাজ কুন্দ্রার পর্ন র‍্যাকেট কাণ্ড নিয়ে তোলপাড় বলিউড। এবার কি রাজের সাথে শিল্পার বৈবাহিক সম্পর্ক ভাঙনের পথে? সম্প্রতি রাজের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চকে বিবৃতি দিয়েছেন শিল্পা।

‘ইন্ডিয়া টুডে’ গত ২৩ জুলাই রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন র‍্যাকেট মামলায় শিল্পা শেঠির মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চকে দেয়া একটি বিবৃতি সামনে এনেছে। বয়ানে শিল্পা কঠিন স্বরে জানিয়েছেন, রাজ কুন্দ্রা ২০১৯ সালে সৌরভ কুশওয়াহার সাথে আর্মসপ্রাইম মিডিয়া নামে একটি ফার্মে যোগদান করেন। আর্মসপ্রাইম মিডিয়া বিভিন্ন অভিনেত্রীদের নিয়ে ভিডিও শ্যুট করতে থাকে। এই ভিডিওগুলিতে অভিনেত্রী পুনম পাণ্ডে ছাড়াও অন্য অনেক অভিনেত্রীর দিয়ে শ্যুট করানো হতো।

শিল্পা জানান, তিনি রাজ কুন্দ্রাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন। যার উত্তরে তিনি শিল্পাকে জানিয়েছিলেন, ওটিটি প্ল্যাটফর্মে ভালো কাজ হচ্ছে, সেই সাথে ভালো ব্যবসায়িক লাভও করছেন তিনি। কিন্তু এর কিছু দিন পর কোনো ব্যক্তিগত কারণে সৌরভ কুশওয়াহার সাথে আলাদা হয়ে যান রাজ।

অভিনেত্রী জানান, তিনি জানতে পেরেছেন ভিয়ান ইন্ডাস্ট্রির মাধ্যমে একটি হটশটস অ্যাপ তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে পর্ন ভিডিগুলি পরদ্বীপ বক্সী তার ফার্ম কেনরিনকে বিক্রি করে।
অভিনেত্রী আরো জানান, তিনি অভিযুক্ত উমেশ কামাথকে চেনেন। কামাথ গত ফেব্রুয়ারি থেকে ভিয়ান ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছিলেন।

শিল্পা জানান, তিনি এই ব্যাপারে রাজকে জিজ্ঞাসা করেছিলেন, রাজ তখন জানান, উমেশ অভিনেত্রী গহেনা বশিষ্টের সাথে পর্নভিডিও তৈরির কাজ করে বাজারে বিক্রি করেন। তবে অভিনেত্রী ‘বলিফেম’ নামক অ্যাপের ব্যাপারে কিছু জানেন না বলে জানান। শিল্পার বয়ান, লন্ডনে তিনি যখন বিগ বস শুটিংয়ে ব্যস্ত ছিলেন, তখন ফারাত হুসেন নামে রাজ কুন্দ্রার এক বন্ধুর সাথে তার আলাপ হয়। তবে শিল্পা জানান, আপাতত তিনি কাজ নিয়েই ব্যস্ত আছেন। স্বামী রাজকে নিয়ে তার আর বলার কিছু নেই। বুধবার মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ রাজ কুন্দ্রা পর্ণকাণ্ডে চার্জশিট পেশ করে।

চার্জশিটে নাম রয়েছে রাজ কুন্দ্রার ফার্মে আইটি প্রধান রায়েন থোপরে, সিঙ্গাপুরের বাসিন্দা যশ ঠাকুর ওরফে অরবিন্দ শ্রীবাস্তব ও রাজ কুন্দ্রার ভগ্নীপতি লন্ডন নিবাসী প্রদীপ বক্সীর।
সূত্র : পুবের কলম


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us