যারা ‘আব্বাজান, আব্বাজান’ বলে তারাই রেশনের চাল গিলছে : আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ - ছবি সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অজয় সিং বিশ্ত ওরফে যোগী আদিত্যনাথ রোববার মুসলিমদের কটাক্ষ করে বলেছেন, "যারা 'আব্বাজান' বলে কেবল তারাই এই রাজ্যের রেশন 'গিলে' ফেলছে।" কুশিনগরের একটি সমাবেশে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি এই সাম্প্রদায়িক সুর তোলেন।
আসন্ন উত্তর প্রদেশ (ইউপি) নির্বাচনের আগে একটি সভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ দেশে তুষ্টিবাদী রাজনীতির কোনো জায়গা নেই। সমালোচকরা এর আগেই নির্দেশ করেছেন, 'তুষ্টিবাদী রাজনীতি' বলতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়ন বা সুবিধা দানের জন্য গৃহিত নীতিগুলোর প্রতি কটাক্ষ করে।
গৈরিকবাদী এই নেতা অভিযোগ করেন, কুশিনগরের সব মানুষের জন্য বরাদ্দকৃত রেশন নিয়ে নিচ্ছে মুসলিমরা । বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে থাকা আইনের কারণে বিদ্বেষ প্রচারক রাজনীতিবিদরা সরাসরি মুসলিম শব্দটি ব্যবহার করা থেকে বিরত থাকলেও আদিত্যনাথের মতো ডানপন্থী নেতারা প্রায়ই 'আব্বাজান কেহনেওয়ালে (যারা আব্বাজান বলে)', 'হানাদার', 'পাকিস্তানি', 'তালেবানি',' বাংলাদেশিী অনুপ্রবেশকারী ',' আতঙ্কওয়াদি (সন্ত্রাসী) ', `ঘুণপোকা’, 'বাবর কি আওলাদ (সম্রাট বাবরের বংশধর)' ইত্যাদি ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করে থাকেন।
অতীতেও যোগী আদিত্যনাথ এ রকম আরো অনেক মুসলিমবিরোধী বক্তব্য দিয়েছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, উত্তর প্রদেশের নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। প্রতিটি বড় নির্বাচনের আগেই দলটি এমন চেষ্টা চালায়।
সূত্র : সিয়াসত