হেরে কোর্টের মধ্যে কেঁদে ফেললেন জকোভিচ, বললেন 'স্বস্তি পেয়েছি'
নোভাক জকোভিচ - ছবি সংগৃহীত
খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার স্ল্যাম জেতা হলো না নোভাক জকোভিচের। রোববার রাতে ফাইনালে দানিল মেদভেদেভের কাছে হারলেন ৪-৬, ৪-৬, ৪-৬ গেমে। প্রথমে গোল্ডেন স্ল্যাম। তারপর ক্যালেন্ডার স্ল্যাম। প্রত্যাশার ছিল জকোভিচের উপরে। তবে ওই প্রত্যাশা পূরণ করতে পারলেন না নোভাক জকোভিচ। যে দাপট দেখিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি, তার তার ছিটেফোঁটাও রোববার তার খেলায় দেখা গেল না। প্রথম সেটে শুরুতেই তাকে ব্রেক করেন মেদভেদেভ। দ্বিতীয় সেটেও একসময় ০-৩ পিছিয়ে পড়েছিলেন। অতীতে বহু বার প্রত্যাবর্তন করলেও এ দিন তা দেখা যায়নি।
কেন এভাবে কার্যত আত্মসমর্পণ করতে হলো মেদভেদেভের কাছে? জোকোভিচ বললেন, ‘আমার পা আর নড়ছিল না। অনেক চেষ্টা করছিলাম। নিজের সেরাটা দিয়েছি। অনেক আনফোর্সড এরর করেছি। সার্ভ প্রায় করতেই পারিনি। মেদভেদেভের মতো খেলোয়াড়, যে দুর্দান্ত রিটার্নের জন্য বিখ্যাত, তার বিরুদ্ধে এমন করলে হারতে হবেই। সব দিক থেকেই আমি আজ ওর থেকে পিছিয়ে ছিলাম। দুর্ভাগ্যবশত এটা এমন একটা দিন, যেটা আমার ছিল না।’
ম্যাচ হারার পরে একটা সময় কেঁদে ফেলেছিলেন নোভাক জকোভিচ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে নিজের মনের কথা জানালেন তিনি। ইউএস ওপেনের ফাইনাল হারের পরে দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদও জানান তিনি। ম্যাচের পর তার গলায় যেন চাপমুক্তির সুর। তিনি বললেন, ‘এবার শান্তি। এই প্রতিযোগিতার আগে যে হইচই শুরু হয়েছিল এবং মানসিকভাবে গত দু’সপ্তাহ ধরে আমাকে যা সহ্য করতে হয়েছে, তা সত্যি আর নিতে পারছিলাম না। আমার পক্ষে সামলানো সহজ কাজ ছিল না। এতক্ষণ পর অবশেষে একটু শান্তি পেলাম।’
দর্শকদের উদ্দেশ্যে জকোভিচ জানান, ‘জনতার কাছ থেকে আমি যে পরিমাণ সমর্থন এবং ভালোবাসা পেয়েছি তা আমি চিরকাল মনে রাখব। আমার পরিবর্তনের কারণ এটাই আমি শুধু কাঁদলাম।’
সূত্র : হিন্দুস্তান টাইমস