যে কারণে আফগানিস্তান থেকে ফ্লাইট বন্ধ করছে যুক্তরাষ্ট্র
যে কারণে আফগানিস্তান থেকে ফ্লাইট বন্ধ করছে যুক্তরাষ্ট্র - ছবি সংগৃহীত
আফগানদের মধ্যে চারটি হাম শনাক্ত হওয়ার পর ‘সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্শন’ (সিডিসি)-এর অনুরোধে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে।
হো্য়াইট হাউস মুখপাত্র জেন সাকি বলেন, এই সিদ্ধান্তটি "অতিরিক্ত সাবধানতার অংশ হিসেবে" নেয়া হচ্ছে এবং সিডিসি রোগের সংস্পর্শে কারা কারা এসেছে করার তা চিহ্ণিত করছে। পাশাপাশি যে সব আফগান শরণার্থীর হাম রোগ ধরা পড়েছে, তাদের বর্তমানে রোগ-অন্তরীণে রাখা হয়েছে ।
হোয়াইট হাউসের দেয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আগত সমস্ত আফগানদের এ দেশে প্রবেশের শর্ত হিসেবে হামের বিরুদ্ধে টিকাগ্রহণ করতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে টিকা বিতরণ করা হচ্ছে।
সাকি বলেন, বাইডেন প্রশাসন বিদেশে অবস্থানকালীন অবস্থায় আফগানদের টিকা দেওয়ার জন্য "উপায় খুঁজছে", কিন্তু এই পরিকল্পনা এখনও বাস্তবায়ন করা হয় নি।
তালেবান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে আফগানিস্তান দখল করার সময় আগস্টের শেষের দিকে ১৫ দিনের মধ্যে আশ্রয়প্রার্থী ঝুঁকিতে থাকা আফগান নাগরিকসহ ১২,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
সূত্র : ইয়েনি সাফাক