এখন থেকে ওমরাহ জন্য আবেদন করতে পারবেন সৌদি ভ্রমণ ভিসাধারীরা
এখন থেকে ওমরাহ জন্য আবেদন করতে পারবেন সৌদি ভ্রমণ ভিসাধারীরা - ছবি : সংগৃহীত
সৌদি আরবে ভ্রমণ ভিসায় থাকা বিদেশীরা এখন থেকে ওমরাহ করতে পারবেন। সৌদি আরবের বৃহস্পতিবার হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে।
একটি সৌদি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট ভিসাধারী এখন ইতমারনা ও তাওয়াক্কালনা আবেদনের পদ্ধতি সম্পন্ন করে ওমরাহ পারমিটের জন্য আবেদন করতে পারেন।
দর্শনার্থীরা তাওয়াক্কালনা আবেদনে তাদের স্বাস্থ্যের অবস্থা আপডেট করার পরই ওমরাহ করার অনুমোদন পেতে পারেন।
সৌদি মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, যারা শুধুমাত্র করোনাভাইরাস ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেছেন বা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার ১৪ দিন সম্পন্ন করেছেন বা করোনাভাইরাস সংক্রমণের পরে সুস্থ হয়েছেন, তারাই ওমরাহ ভিসা পাওয়ার অধিকারী।
ওমরাহ সেবা প্রদানকারী প্রায় ৫০০ প্রতিষ্ঠান এবং ছয় হাজার বিদেশী ওমরাহ এজেন্ট আগস্ট থেকে কার্যকর টিকা দেয়া বিদেশী ওমরাহ হজযাত্রীদের গ্রহণ শুরু করেছে।
সূত্র : গালফ টুডে