৩ হাজার আফগানের নাগরিকত্ব : অস্বীকার তুরস্কের

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 09, 2021 02:41 pm
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান - ছবি সংগৃহীত

 

বুধবার আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, অর্থ প্রদানের বিনিময়ে তিন হাজার আফগান নাগরিককে নাগরিকত্ব দেয়া হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

এক বিবৃতিতে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অ্যাফেয়ার্স’-এর মহাপরিচালক বলেন, অর্থমূল্যের বিনিময়ে তিন হাজার আফগান নাগরিককে তুরস্ক প্রজাতন্ত্রের নাগরিকত্ব দিয়েছে যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, তুর্কি নাগরিকত্ব আইন অনুসারে যে সব বিদেশী বিনা প্রতিবন্ধকতায় পাঁচ বছরের জন্য বৈধ আবাসিক অনুমতি নিয়ে তুরস্কে আছেন, অথবা কোনো তুর্কি নাগরিকের সাথে তিন বছর যাবত বিবাহিত রয়েছেন, অথবা দেশটির রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পরিধি এবং পরিমাণ অনুযায়ী বিনিয়োগ করেছেন, তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার ক্ষেত্রেও কোনো বাধা থাকতে পারবে না, বিবৃতিতে বলা হয়।

সংস্থাটির মতে, কোনো প্রতিষ্ঠানকে অপমান করা, তাদের সুনামকে ক্ষতিগ্রস্ত করা এবং , কোনো সুনির্দিষ্ট তথ্য এবং নথির উপর ভিত্তি না করে অজানা উৎস থেকে দাবিকৃত এই ভিত্তিহীন তথ্য জনসাধারণের সামনে উপস্থাপন করে আমাদের জাতিকে বিভ্রান্ত করা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।

এমন দাবি এর আগেও করা হয়েছে, এবং ওই সমস্ত 'ভিত্তিহীন দাবি' সুনির্দিষ্ট নথিপত্র এবং তথ্য-উপাত্ত দিয়ে খণ্ডন করা হয়েছে, বিবৃতিতে যোগ করা হয়।
সূত্র : মিডলইস্ট মনিটর

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us